শেষ আপডেট: 7th January 2022 15:55
দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন কিনা নোভাক জকোভিচ, সেটি বিশ বাঁও জলে। কারণ এখনও পর্যন্ত সার্বিয়ার টেনিস কিংবদন্তি বলে চলেছেন, তিনি করোনা টিকা নেবেন না, কারণ ওই টিকা শরীরে প্রবেশ করে কী প্রতিক্রিয়া করবে, তিনি জানেন না। তাই তিনি না নেওয়ার পক্ষে। যে কারণে জোকারকে অস্ট্রেলিয়া প্রশাসন শহরে প্রবেশ করতে দিতে নারাজ। তারা জানিয়ে দিয়েছে, ১০ জানুয়ারির মধ্যে যদি জকোভিচ সিদ্ধান্ত বদল করে করোনা টিকা নেন, তা হলেই তাঁকে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে দেওয়া হবে। তার মধ্যে আবার জকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া প্রশাসন। তাতে আরও ঘৃতাহূতির কাজ করেছে। বলা হয়েছে, এমন এক আন্তর্জাতিক টেনিস খেলোয়াড়ের ক্ষেত্রে কী করে এমনটা হতে পারে। এই নিয়ে মেলবোর্নের রাস্তায় বিক্ষোভ দেখানো হয়েছে। শুধু তাই নয়, ফরাসি সরকার জানিয়ে দিয়েছে তারা ফ্রেঞ্চ ওপেন টেনিসে জোকারকে টিকা ছাড়াই খেলতে দেবে। এই নিয়ে ফ্রান্সের রাস্তায় এদিন এক প্রতিবাদ মিছিল হয়েছে। জোকারকে নিয়ে আবার ভাগ হয়ে গিয়েছে টেনিস দুনিয়া। রাফায়েল নাদালের মতো আরও এক কিংবদন্তি ঘুরিয়ে জোকারের সমালোচনা করেছেন। অন্তত একমাস আগে ভ্যাকসিন নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছিল অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা। তা সত্ত্বেও কেন প্রতিষেধক ছাড়া অস্ট্রেলিয়ায় পা দিয়েছেন জকোভিচ, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাফা। তিনি জানান, এতে করে বিশ্বের সামনে কেউ অপদস্থ হচ্ছে। নিক কির্গিয়সের মতো তারকা আবার জোকারের সমর্থনে কথা বলেছেন। তাঁর মতে, ‘‘আমি ভ্যাকসিন নিয়েছি আমার পরিবার, মায়ের শারীরিক অবস্থার কথা ভেবে। কিন্তু নোভাককে যে পরিস্থিতির মুখে পড়তে হল, তা একেবারে মেনে নেওয়া যায় না। নোভাক টেনিসের গ্রেট চ্যাম্পিয়ন, ভুলে গেলে চলবে না, মানুষও।’’ শুক্রবার তার মধ্যে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কারেন অ্যান্ড্রুজ জোকারের পরিবারকে পালটা তোপ দেগেছেন। তিনি জানান, জকোভিচকে মোটেও অস্ট্রেলিয়ায় বন্দি করে রাখা হয়নি। তিনি যে কোনও মুহূর্তে, যে কোনও সময় এই দেশ ছেড়ে চলে যেতে পারেন।