শেষ আপডেট: 16th October 2024 20:38
দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণনগরের স্কুল ছাত্রীর অর্ধনগ্ন পোড়া দেহ উদ্ধার হওয়ার ঘটনার পর থেকে সারাদিন উত্তপ্ত ছিল এলাকা। স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে ধর্ষণ-খুন বলেই দাবি করেছেন। তবে পুলিশ এখনও মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত নয়। সেই প্রেক্ষিতে ক্ষোভ বাড়ছে পুলিশের ওপরও। ঘটনাস্থলে গেলে তাঁদের লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আসল ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে পুলিশ।
মৃতার মা স্বাভাবিকভাবেই সম্পূর্ণ ভেঙে পড়েছেন। তিনিও একই রকমভাবে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাঁর কথায়, মেয়ে বড় হয়ে পুলিশ হতে চেয়েছিল। আর আজ তাঁর মৃত্যুর ঘটনা চাপা দিতে চাইছে পুলিশই। মৃতার ফেসবুক পোস্ট ঘিরেও রহস্য ঘনিয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী। তোমরা ভাল থেকো।’ ইতিমধ্যে স্কুল ছাত্রীর প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ওই যুবকের বাবা-মাকেও আটক করা হয়েছে। কিন্তু মৃতার মা আত্মহত্যার ব্যাপারটি মানতে নারাজ।
তাঁর মেয়ে আত্মহত্যা করতে পারে না বলেই দাবি করেছেন মৃতার মা। তাঁর স্পষ্ট অভিযোগ, ওর প্রেমিক আর তার বন্ধুরা মিলে গণধর্ষণ করে খুন করেছে ওকে! পুলিশ অবশ্য এখনও এই ঘটনাকে ধর্ষণ বা গণধর্ষণ-খুনের ঘটনা বলছে না। তাঁদের বক্তব্য, তদন্ত প্রক্রিয়া চলছে। তা না শেষ হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।
বুধবার সকালে ক্লাস টুয়েলভের এই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় কৃষ্ণনগরের পুলিশ সুপারের অফিসের অদূরেই। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে মূল অভিযুক্ত হিসাবে ধরে প্রাথমিক ভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনা নিয়ে বেশ কিছু সাক্ষ্য প্রমাণও মিলেছে বলে জানিয়েছে পুলিশ।