শেষ আপডেট: 11th June 2022 06:39
দ্য ওয়াল ব্যুরো: ইসলামের নবী হজরত মহম্মদের প্রতি কটূক্তিকারীদের (Prophet Controversy) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের (Bangladesh) তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আরও পড়ুন: উলুবেড়িয়ার বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন, নেট বন্ধের পরে ফের পদক্ষেপ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে, তাঁর দল আওয়ামী লিগের সম্মেলনে মি: হাছান বলেন, 'রাসুল হজরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননা (Prophet Controversy) যেখানেই হোক, আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রতিবেশী দেশে যারা কু-মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে ভারত সরকার আইনগত ব্যবস্থা নিয়েছে। এ জন্য ভারত সরকারকে ধন্যবাদ।'
প্রসঙ্গত, মি: হাছান শাসক দল আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই আস্থাভাজন বলে পরিচিত। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে দল ও সরকারের বক্তব্য তিনিই বলে থাকেন (Prophet Controversy)।
বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী একইসঙ্গে এ ধরনের ঘটনা নিয়ে অহেতুক বিভ্রান্তি বা উস্কানির বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
প্রসঙ্গত, বিজেপির নূপুর শর্মা ও নবীন জিন্দালের পয়গম্বর মহম্মদ সম্পর্কে অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশে ইসলামপন্থী কিছু দল ও সংগঠন শান্তিপূর্ণ পথে প্রতিবাদে সামিল হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, 'প্রকৃতপক্ষে কোনও ধর্মের অবমাননাই আমরা বরদাস্ত করি না এবং অন্য দেশের ঘটনা নিয়ে কেউ যদি এ দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চালায়, সেটি কঠোর হস্তে দমন করা হবে।'
এ প্রসঙ্গে মন্ত্রী হাছান মামুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় ইসলামের জন্য সরকারের নেওয়া পদক্ষেপগুলি তুলে ধরেন ভাষণে।