শেষ আপডেট: 13th December 2024 15:40
দ্য ওয়াল ব্যুরো: কার আশীর্বাদে নিউটাউন থানার আইসি বিধাননগর কমিশনারেট এলাকায় প্রমোশন এবং পোস্টিং পেয়েছেন?
বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে এই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আগামী সাতদিনের মধ্যে ব্যবস্থা না নিলে আদালত নিজেই ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন বিচারপতি।
পরে বিচারপতি নির্দেশ দেন, ১০ জানুয়ারির মধ্যে অভিযুক্ত আইসিকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে।
আদালত সূত্রের খবর, নিউটাউন থানা এলাকায় পুলিশি মদতে এক প্রোমোটারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছিল। মামলা গড়িয়েছিল আদালতে। ওই মামলাতেই শুনানি চলাকালীন পুলিশের ভূমিকা সম্পর্কে বিচারপতি এতটাই রেগে যান, যে আদালতের লাইভস্ট্রিমিং বন্ধ করে দিয়ে রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চান, কার আশীর্বাদে এই নিউটাউন থানার আইসি প্রমোশন এবং পোস্টিং পেয়েছেন?
হঠাৎ এই আইসির ওপর বিচারপতি এত রেগে গেলেন কেন?
আদালত সূত্রের খবর, এর আগে বাগুইআটিতে জোড়া খুনের মামলায় এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ছিল। তারপরেও ব্যবস্থা না নিয়ে কীভাবে অভিযুক্ত আইসিকে বিধাননগর কমিশনারেটে পদোন্নতি দেওয়া হল সেই প্রশ্ন তোলেন বিচারপতি।