শেষ আপডেট: 22nd December 2021 09:32
দ্য ওয়াল ব্যুরো : উত্তরপ্রদেশের ভোট (UP Election) নিয়ে কংগ্রেস কী পরিকল্পনা করেছে? কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে বুধবার এই প্রশ্ন করা হয়েছিল। তিনি বুঝিয়ে দেন, রাজ্যের মহিলা ভোটারদের ওপরে বিশেষভাবে নির্ভর করছে তাঁর দল। তাঁর কথায়, “আপনারা কি দিওয়ার ফিল্মের সেই সংলাপ শুনেছেন?” ১৯৭৫ সালে বলিউডের ‘দিওয়ার’ ফিল্মটি মুক্তি পায়। তাতে অভিনয় করেছিলেন সুপারস্টার অমিতাভ বচ্চন ও শশী কাপুর। প্রিয়ঙ্কা বলেন, “দিওয়ার ফিল্মের ডায়লগ ছিল, মেরে পাস মা হ্যায়...”। পরে কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, “ওই ছবিতে অমিতাভ বচ্চন ও শশী কাপুর ছিলেন দুই ভাই। অমিতাভ শশী কাপুরকে বলেছিলেন, মেরে পাস গাড়ি হ্যায়, মেরে পাস বাংলো হ্যায়, ইয়ে হ্যায়, ওহ হ্যায়, তো শশী কাপুর নে কহা, মেরে পাস মা হ্যায়।” এরপরে তিনি বলেন, “মঁয়্য কহা রহা হুঁ, মেরে পাস বহিন হ্যায়”। বোনেরা আমার সঙ্গে আছেন। দিওয়ার ছবিতে দেখানো হয়েছিল, অমিতাভ তাঁর সম্পত্তি নিয়ে গর্ব করছেন। তখন শশী কাপুর একটি কথা বলেই তাঁকে থামিয়ে দিয়েছিলেন। তিনি শুধু বলেছিলেন, ‘আমার কাছে মা আছেন’। একই সুরে প্রিয়ঙ্কা দাবি করেছেন, উত্তরপ্রদেশের ‘বোনেরা’ তাঁর সঙ্গে আছেন। প্রিয়ঙ্কা গান্ধী গত কয়েকদিন উত্তরপ্রদেশে মহিলা ভোটারদের সঙ্গে যোগযোগ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, “উত্তরপ্রদেশের মহিলাদের আমি কী বলব? আমি বলব, আপনারা নিজেদের ক্ষমতা প্রয়োগ করুন।” তাঁর অভিযোগ, গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী মহিলাদের জন্য কিছু ঘোষণা করেননি। কিন্তু ভোটের আগেই তিনি নানা প্রকল্প ঘোষণা করছেন।