শেষ আপডেট: 30th July 2024 12:48
দ্য ওয়াল ব্যুরো: সরকারি স্কুলে শিক্ষকতা করা সত্ত্বেও অনেক শিক্ষকই টিউশন করে থাকেন। এবার সেই অভিযোগে নেওয়া হল বড় পদক্ষেপ। প্রাথমিক শিক্ষকরা আর ‘প্রাইভেট টিউশন’ অর্থাৎ বাড়িতে পড়াতে পারবেন না। টিউশন করানোর খবর পেলেই বাতিল হবে চাকরি। এই নিয়ে কড়া বিজ্ঞপ্তি জারি করল পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ।
আগেই সরকারি স্কুলের শিক্ষকদের গৃহশিক্ষকতা নিয়ে সরকারিভাবে নির্দেশিকা জারি হয়েছিল। অভিযোগ, তারপরও রমরমিয়ে টিউশন করছেন অনেক শিক্ষক। সেই অভিযোগে কড়া হল মেদিনীপুরের প্রাথমিক শিক্ষা সংসদ।
গৃহ শিক্ষক সংগঠন বারে বারে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আন্দোলন করে এসেছে। তাঁদের দাবি, স্কুলের শিক্ষকরা প্রাইভেটে টিউশন করলে একদিকে গৃহ শিক্ষকদের রুজি রুটিতে যেমন টান পড়ছে, তেমনই বেআইনিভাবে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা প্রাইভেট টিউশন পড়িয়ে সরকারি আইন অমান্য করছেন। সেই নিয়েই প্রাথমিক শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর জন্য আরও কঠোর হচ্ছে রাজ্য সরকার।
সম্প্রতি পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদের অফিস থেকে একটি নোটিস জারি করেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। স্পষ্ট বার্তায় তিনি জানিয়েছেন, যে সকল প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা প্রাইভেট টিউশান করছেন তাদের অবিলম্বে তা বন্ধ করতে হবে। না হলে চাকরি বাতিল হবে। ১৫ দিনের মধ্যে বিদ্যালয় পরিদর্শকদের এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এর আগেই এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছিলেন তাঁরা। লোকসভা নির্বাচনের পরেই পদক্ষেপ নেওয়া হবে বলে তাঁদের তখন আশ্বাস দেওয়া হয়েছিল। মাধ্যমিক শিক্ষকদের জন্যও একই নির্দেশিকা জারি করা উচিত বলে মত গৃহশিক্ষকদের।