শেষ আপডেট: 4 February 2024 14:37
দ্য ওয়াল ব্যুরো: গত ৩১ জানুয়ারি প্রকাশিত হয়েছে প্রাথমিকের মেধাতালিকা। পর্ষদের তরফে বলা হয়েছিল, এক সপ্তাহের মধ্যে ৯,৫৩৩ জনের নিয়োগ হবে। আর চার দিনের মধ্যেই শুরু হল সেই নিয়োগ প্রক্রিয়া। ইতিমধ্যে প্রত্যেক জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জেলায় জেলায় পাঠানো হয়েছে চিঠি।
বিগত দিনে শিক্ষক নিয়োগে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে। বিভিন্ন আইনি জটিলতায় আটকে গিয়েছে প্রাথমিক শিক্ষকদের নিয়োগও। তাই আইনি জট থেকে বাঁচতে সুপ্রিম কোর্টের নির্দেশ সহ নিয়োগপত্র ইস্যু করার নির্দেশ দিয়েছে পর্ষদ। ৯,৫৩৩ জনকে জেলাভিত্তিক নিয়োপত্র দেবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। গতকাল ৩ ফেব্রুয়ারি পর্ষদের এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে।
২০২২ সালে ১১,৭৬৫ শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ডিসেম্বরে টেট পরীক্ষার পরে এই নিয়োগের প্যানেল নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। তবে শেষমেষ সেই মামলায় স্থগিতাদেশ উঠে যাওয়া স্বস্তি মেলে প্রার্থীদের।
সু্প্রিম কোর্ট এই সংক্রান্ত মামলায় রায়ে জানিয়েছিল, ২০২০ সালের আগে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত এবং টেট উত্তীর্ণ ৯৫৩৩ জনের নামের তালিকা প্রকাশ করা হবে এবং তাদের নিয়োগপত্রও দেওয়া হবে। সেই অনুযায়ী গত ৩১ জানুয়ারি ৯,৫৩৩ জনের মেধা তালিকা প্রকাশ করে পর্ষদ। এবার তাঁদেরই নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছে।