শেষ আপডেট: 10th January 2025 15:50
দ্য ওয়াল ব্যুরো: হেড টিচার নিয়োগের প্যানেলে বেনিয়মের অভিযোগ উঠেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে। ওই মামলায় এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর বড় প্রশ্নের মুখে পড়ল সংসদ।
মামলার শুনানিতে বিচারপতি জানতে চান, "আপনাদের প্যানেল বাতিল করা হবে না কেন?" আগামী ২১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন এ ব্যাপারে আদালতে নথি-সহ রিপোর্ট জমা দিতে হবে সংসদকে।
আদালত সূত্রের খবর, মামলায় আবেদনকারী ২০০৩ সালে পূর্ব মেদিনীপুরের একটি স্কুলে শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেন। ২০০৭ সালে তিনি ট্রান্সফার হয়ে কলকাতায় আসেন। সম্প্রতি হেড টিচার নিয়োগে অভিজ্ঞতার নিরিখে একটি প্যানেল তৈরি করা হয়। তাতে তার অভিজ্ঞতা বিবেচনা করা হয় ২০০৭ সাল থেকে। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা।
তাঁর বক্তব্য, তিনি ২০০৩ সাল থেকে চাকরি করছেন, অথচ প্যানেলে বেনিয়মের জন্য তাঁর অভিজ্ঞতা বিবেচনা করা হচ্ছে ২০০৭ থেকে।
আদালতের পর্যবেক্ষণ, "যদি কোনও ব্যক্তির নিয়োগের সাল থেকেই তাঁর অভিজ্ঞতা গণ্য করা না হয় তাহলে এই সময়ের মধ্যে তাঁর ইনক্রিমেন্ট সহ যাবতীয় সুযোগ সুবিধা বাতিল হয়ে যায়। তা কী সম্ভব?" আদালত সূত্রের খবর, এ ব্যাপারে সরকারি আইনজীবী আদালতকে বলেন, ডিপিএসসির নিজস্ব কিছু নিয়ম রয়েছ, তা মেনেই প্যানলে প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আবেদনকারীর আইনজীবী ফিরদৌস শামিমের যুক্তি, ডিপিএসসি ভুল প্যানেল প্রকাশিত করেছে। এরপরই রিপোর্ট তলব করেছেন বিচারপতি।