শেষ আপডেট: 10th June 2023 07:12
বিবাহিত প্রেমিককে ফের বিয়ে করতে চাওয়ার অপরাধ! তরুণীকে পিটিয়ে মারল পুরোহিত
দ্য ওয়াল ব্যুরো: অপরাধ একটাই। ইতিমধ্যেই বিবাহিত প্রেমিককে বিয়ে করে একসঙ্গে থাকতে চেয়েছিলেন প্রেমিকা। প্রেমিক রাজি হননি, তাতেই শুরু ব্ল্যাকমেল! সেই রাগেই এবার প্রেমিকাকে পিটিয়ে খুন করল পুরোহিত (priest kills woman)!
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়দরাবাদে (Hyderabad)। অভিযুক্তের নাম ভেঙ্কট সূর্য সাই কৃষ্ণ। সে পেশায় একজন পুরোহিত। বিবাহিত হওয়া সত্ত্বেও সম্প্রতি কুরুগান্তি অপ্সরা নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল সাই কৃষ্ণ। প্রেমিক যে বিবাহিত, সে কথা জানতেন অপ্সরা। তা সত্ত্বেও গত কয়েক মাস ধরেই তিনি নাকি তাঁকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন সাই কৃষ্ণকে। তাঁর কথা না শুনলে দুজনের গোপন সম্পর্কের কথা সকলকে বলে দেবেন বলে অভিযুক্তকে ব্ল্যাকমেল করছিলেন তরুণী, এমনটাই জানতে পেরেছে পুলিশ।
লাগাতার ব্ল্যাকমেলে জেরবার হয়ে শেষমেষ প্রেমিকাকে খুন করবে বলে ঠিক করে অভিযুক্ত। গত ৩ জুন অপ্সরাকে নিজের বাড়ি থেকে তুলে আনে সাই কৃষ্ণ। তারপর নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাঁকে পিটিয়ে খুন করে। এরপর গাড়িতে করে দেহটি নিয়ে গিয়ে দূরে একটি ম্যানহোলে ফেলে দিয়ে চলে আসে।
তারপর অপ্সরার মাকে নিয়ে নিজেই থানায় যায় অভিযুক্ত। পুলিশকে জানায়, তার প্রেমিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই মর্মে একটি মিসিং ডায়েরিও করা হয়। সেই ঘটনার ৩ দিন পর, ৬ জুন ট্রাক বোঝাই করে লাল মাটি নিয়ে গিয়ে ওই ম্যানহোলের ভিতর ফেলে দিয়ে আসে সাই কৃষ্ণ। কাজ মিটতেই নিজের সঙ্গে থাকা যাবতীয় ব্যাগপত্র পুড়িয়ে ফেলে সে। এরপর গাড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিজের আবাসনে নিয়ে গিয়ে পার্ক করে দেয় অভিযুক্ত।
পরের দিন ফের ওই ম্যানহোলের কাছে যায় সে। সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে বুঝতে পেরেই কয়েকজন শ্রমিককে দিয়ে ম্যানহোলের মুখটি পাকাপাকিভাবে কংক্রিট দিয়ে বন্ধ করে দেয় সাই কৃষ্ণ।
অন্যদিকে, তারই করা মিসিং ডায়েরি ধরে তদন্ত করতে গিয়ে পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। তখনই ক্যামেরায় ধরা পড়া সমস্ত ঘটনা দেখতে পান তদন্তকারীরা। এরপরেই শুক্রবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে সে সমস্ত অভিযোগ স্বীকার করেছে বলে দাবি তদন্তকারীদের।
অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির খুন সহ একাধিক ধারা অনুযায়ী মামলা রুজু করেছে পুলিশ।
শাওমিকে শো-কজ নোটিস পাঠাল ইডি! আইন ভেঙে বিদেশে টাকা পাঠানোর অভিযোগ