শেষ আপডেট: 28th January 2025 14:57
দ্য ওয়াল ব্যুরো: বাঘ হাতির উপস্থিতি ঘিরে জঙ্গলমহলে তৈরি হওয়া নতুন আতঙ্কের মধ্যেই সামনে এল সুখবর! যাকে বলে শাপে বর আর কী!
একান্ত আলাপচারিতায় রসিকতা সুরে প্রশাসনের কর্তারা বলছেন, হাজারও প্রচার অভিযানেও যে বিষয়ে গ্রামাঞ্চলের একাংশ মানুষের ধারণা বদলানো যায়নি রাতারাতি সেই কাজই করে দিচ্ছে বাঘ হাতির দল!
বন দফতর সূত্রের খবর, বাড়িতে শৌচাগার থাকা সত্ত্বেও উন্মুক্ত স্থানে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পুরনো অভ্যাস ছাড়তে নারাজ অনেকেই। যে কারণে মূলত বনাঞ্চল ও সংলগ্ন এলাকাগুলিতে এখনও অনেকেই সকাল-বিকেল খোলা জায়গাতেই শৌচকর্ম করে চলেছেন। তবে ইদানিং জঙ্গলমহলে বাঘ হাতির উপদ্রবকে কেন্দ্র করে এই প্রবণতা কিছুটা কমেছে!
বর্ষশেষে বাঘিনি জিনাতকে দিয়ে শুরু হয়েছিল। তারপরও বাংলার জঙ্গলমহলে একাধিকবার বাঘের উপস্থিতির টের পাওয়া গিয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘিরে গত সপ্তাহ থেকে নতুন করে আতঙ্ক থাবা বসিয়েছে বাঁকুড়ার বারিকুল এবং ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকায়। বাঘের পাশাপাশি রয়েছে হাতির উপদ্রবও। তারই জেরে উন্মুক্ত জায়গার পরিবর্তে অনেকেই বাড়ির শৌচাগার ব্যবহার করছেন বলে বনকর্তাদের দাবি।
বন দফতর সূত্রের খবর, শুধু জঙ্গলমহলেই নয় খোলা জায়গায় শৌচকর্ম করার প্রবণতা হয়েছে মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনার মত বড় জেলাতেও। তবে তাৎপর্যপূর্ণভাবে এই জেলাগুলিতে বাঘ বা হাতির উপদ্রব নেই। ফলে এক্ষেত্রে জঙ্গলমহলের টোটকা কাজে দিচ্ছে না, পরিবর্তে আরও বেশি করে সচেতনতায় জোর দেওয়া হচ্ছে।
খোলা জায়গায় মলত্যাগ করার কারণে নানাবিধ সমস্যা তৈরি হয়। সমস্যার সমাধানে কেন্দ্রের স্বচ্ছ ভারত মিশন এবং এ রাজ্যে নির্মল বাংলা মিশন প্রকল্পে বাড়ি বাড়ি শৌচাগার নির্মাণ করা হচ্ছে। তবু কিছু এলাকায় মানুষের ধারণায় এখনও বদল আনা যায়নি। যে কারণে আরও জোরালো প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে।