শেষ আপডেট: 11th January 2025 10:14
দ্য ওয়াল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আগামী ১৮ ফেব্রুয়ারি অবসর নেবেন? পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার এরপর কে হবেন?
নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের আগের বিধি অনুযায়ী বাকি দুই কমিশনারের মধ্যে সিনিয়র কমিশনার হবেন মুখ্য নির্বাচন কমিশনার। সেই হিসাবে জ্ঞানেশ কুমারের ওই পদে বসার কথা।
কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের নয়া বিধি অনুযায়ী রাজীব কুমারের বিকল্প বেছে নিতে সার্চ কমিটি গঠন করা হবে। সেই কমিটির কাছে বর্তমান দুই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সাধুকে আবেদন করতে হবে।
মোদী সরকারের তৈরি নয়া আইন নিয়ে সংসদে বিরোধীরা প্রবল আপত্তি তুললেও সরকার তা মানতে চায়নি। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনাররা মুখ্য নির্বাচন কমিশনার হতে যাতে সরকারের অনুগত থাকে সেই উদ্দেশ্যেই নিয়োগের নয়া ব্যবস্থা চালু করা হয়েছে। অর্থাৎ জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সাধুর কাজে সরকার খুশি কিনা তা স্পষ্ট হবে তাঁদের কাউকে কমিশন প্রধান হিসাবে বাছাই করা হলে।
ফলে কমিশনের বাইরে থেকো নতুন কোনও অফিসারকে মুখ্য নির্বাচন কমিশনারৃ করার সুযোগ রয়েছে। অবসরপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও পি রাওয়াতের মতে, নয়া ব্যবস্থায় কমিশনের কাজের সমস্যা হতে পারে। এতদিনের চালু ব্যবস্থা অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনারের কাজের ধারা বাকি কমিশনারদের জানা থাকত। তাঁরা সেই মতো কমিশনর কাজের ধারা সম্পর্কে ওয়াকিবহাল থাকতেন।