Date : 13th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Plane Crash: ইদ পালনে দেশে ফিরেছিলেন! পোড়া ছাইয়ের মধ্যে ডিএনএ মিলিয়ে ছেলের খোঁজে বৃদ্ধ‘পাইলট ক্লাইভ কুন্দর পরিবারিক বন্ধু, ভাই নন’, এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় গুজব ওড়ালেন বিক্রান্তবিমান দুর্ঘটনায় মাত্র একজনের প্রাণে বেঁচে যাওয়া নতুন কিছু নয়, অন্তত ২৪ বার এমনই ঘটেছেইজরায়েলি হামলায় নিহত ইরানের ২ পরমাণু বিজ্ঞানীও, কড়া প্রত্যাঘাতের হুমকি ইরানেররিকশ চালিয়ে মেয়েকে পড়িয়েছিলেন বাবা, প্রথম বিমানযাত্রায় পায়েলের স্বপ্নের আগুন ছাই নিমেষেWeather Report: আসছে বর্ষা! দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতারোগী মৃত্যুতে উত্তাল নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল, ভুল চিকিৎসার অভিযোগকামিন্স বলছেন ‘পঞ্চাশ-পঞ্চাশ’, এনগিডির দাবি ‘আমরা এগিয়ে’, ক্লাইম্যাক্সের অপেক্ষায় লর্ডসএয়ার ইন্ডিয়ার আরেকটি লন্ডনগামী বিমান ৩ ঘণ্টা আকাশে ঘুরে মুম্বই ফিরে এল: সংবাদসংস্থাস্কুটার থেকে গাড়ি, লাকি নম্বর ‘১২০৬’-এ ছিল অগাধ বিশ্বাস, ১২/০৬-তেই না ফেরার দেশে রুপানি

'ডোলি'তে চড়িয়ে অন্তঃসত্ত্বাকে নিয়ে ২০ কিলোমিটার হাঁটা! বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স ঢোকে না

দ্য ওয়াল ব্যুরো: বেহাল রাস্তা। সাইকেল, বা বাইক নিয়ে যদিও বা যাওয়া যায়, গাড়ি চালানোর উপায়ই নেই। আর সেই কারণেই গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স। তাই অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে হলে 'ডোলি'ই ভরসা (Pregnant Woman Carried In Do

'ডোলি'তে চড়িয়ে অন্তঃসত্ত্বাকে নিয়ে ২০ কিলোমিটার হাঁটা! বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স ঢোকে না

শেষ আপডেট: 6 September 2023 07:56

দ্য ওয়াল ব্যুরো: বেহাল রাস্তা। সাইকেল, বা বাইক নিয়ে যদিও বা যাওয়া যায়, গাড়ি চালানোর উপায়ই নেই। আর সেই কারণেই গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স। তাই অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে হলে 'ডোলি'ই ভরসা (Pregnant Woman Carried In Doli)!

ঘটনাটি তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোঠাগুদেম জেলার (Telengana pregnant woman)। সেখানকারই বাসিন্দা এক জনজাতি সম্প্রদায়ভুক্ত মহিলাকে এভাবেই ডোলিতে চড়িয়ে ২০ কিলোমিটার পায়ে হেঁটে হাসপাতালে নিয়ে গেছেন তাঁর পরিবারের দুই পুরুষ সদস্য। জানা গেছে, ওই অন্তঃসত্ত্বা মহিলার প্রসব বেদনা শুরু হয়েছিল। কিন্তু জঙ্গলের বুক চিরে এগিয়ে যাওয়া গ্রামের রাস্তার হাল এতটাই খারাপ যে সেখানে অ্যাম্বুলেন্সটুকুও ঢোকার উপায় নেই (No road in village)।

তাই বাধ্য হয়ে মহিলার বাড়ির লোকজন মিলে কাঠ এবং বাঁশ দিয়ে 'স্ট্রেচার'-এর মতো দেখতে দোলনা তৈরি করেন। তারপর তাতে গর্ভবতী মহিলাকে বসিয়ে বাঁশের সাহায্যে তাঁকে কাঁধে তুলে রওনা হন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের উদ্দেশে। সূত্রের খবর, ২০ কিলোমিটার হাঁটার পর সত্যনারায়ণপুরম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান তাঁরা।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্বাস্থ্যকেন্দ্রের তরফেই অ্যাম্বুলেন্স-এর ব্যবস্থা করা হয়। তারপর মহিলাকে ভদ্রাচলম সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই সন্তানের জন্ম দেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছে। শিগগিরই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

এমন ঘটনা এই প্রথম নয়। ভারতের একাধিক জায়গায় বহুবার এই ধরনের ঘটনার কথা সামনে এসেছে যেখানে অন্তঃসত্ত্বা কিংবা জরুরিভিত্তিতে চিকিৎসার প্রয়োজন এমন মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পদযুগলই ভরসা। কারণ রাস্তা খারাপ হওয়ায় গাড়ি ঢোকে না গ্রামে।

দিন কয়েক আগেই উত্তরাখণ্ডের একটি প্রত্যন্ত গ্রামের কথা জানা গিয়েছিল। সেখানে লাগাতার বৃষ্টি এবং হড়পা বানে ধুয়ে গিয়েছিল রাস্তা। তার মধ্যেই প্রসব বেদনা উঠেছিল এক মহিলার। তাঁকে একটি চেয়ারে বসিয়ে সেই চেয়ার কাঁধে তুলে প্রায় না থাকা রাস্তা দিয়েই কোনও মতে চূড়ান্ত ঝুঁকি নিয়ে হাসপাতালের পথে রওনা হয়েছিলেন তাঁর বাড়ির লোকজন। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

ধসের কবলে রাস্তা ‘নেই’ হয়ে গেছে, অন্তঃসত্ত্বাকে কাঁধে তুলে বাঁশের উপর দিয়ে চলছে যাতায়াত


ভিডিও স্টোরি