শেষ আপডেট: 20 September 2023 01:50
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের বিজেপি সরকার আর অভিনেতা প্রকাশ রাজের (Prakash Raj) সম্পর্ক যেন একেবারে সাপে-নেউলে। দিনকয়েক আগেও চন্দ্রযান ৩-এর সময় তিনি এমন একটি টুইট করেছিলেন, যা দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। এবার নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) তোলা একটি ছবি নিয়েও ফের রসিকতা করতে দেখা গেল বড়পর্দার ভিলেনকে। আর এবারও তিনি গেরুয়া শিবিরের চক্ষুশূল হলেন। প্রধানমন্ত্রীকে নিয়ে এভাবে ঠাট্টা করায় অনেকেই অভিনেতাকে গ্রেফতারের দাবি তুলেছেন।
মঙ্গলবার রাতে প্রকাশ রাজ প্রধানমন্ত্রীর একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদীর পরনে রয়েছে একটি ফুলহাতা সাদা জামা। উপরে চাপানো নীল রঙের জওহর কোট। বাঁ হাতে ধরা একটি আকাশী রঙের ফোল্ডার এবং ডানহাত রাখা কোটের পকেটের ভিতর। এই ছবিটি নিয়েই প্রকাশ এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। ক্যাপশনে লেখা ছিল, “যে প্রশ্নের উত্তর ২০১৪ সাল থেকে পাওয়া যায়নি: বলুন, ছবিতে কী খালি রয়েছে? হাতে ধরা ফোল্ডারটি? নাকি হাত ঢোকানো পকেট? নাকি মস্তিষ্ক?”
প্রকাশের এই পোস্ট তুমুল ভাইরাল হয়েছে এক্স হ্যান্ডলে। সেখানেই অনেকেই যেমন তাঁর সপক্ষে কথা বলেছেন, আবার একাংশ প্রধানমন্ত্রীকে নিয়ে ঠাট্টা করতে দেখে অভিনেতাকে তুলোধনা করেছেন। কেউ যেমন লিখেছেন, প্রধানমন্ত্রীর ফ্যাশন সেন্স অতুলনীয়। আবার একজন লিখেছেন, প্রধানমন্ত্রীর পকেটটাই খালি কারণ উনি আপনার প্রভুদের মতো কোনও কেলেঙ্কারি করেননি। তবে প্রকাশ কাউকেই জবাব দেননি।
উল্লেখ্য, এর আগে চন্দ্রযান ৩-এর সময় প্রকাশ রাজ একটি ব্যঙ্গচিত্র পোস্ট করেছিলেন এক্স হ্যান্ডলে। সেখানে দেখা যাচ্ছিল, একজন চাওয়ালা চাঁদের মাটিতে নিজের দোকান খুলেছে। যা দেখে অনেকেরই ধারণা হয়, এই কার্টুনের মাধ্যমে প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে চেয়েছেন, কারণ তিনি প্রথম জীবনে চাওয়ালা ছিলেন বলে দাবি করেন। সেইসময় এই পোস্ট নিয়ে কম বিতর্ক হয়নি। এরপর যদিও নিজের পোস্টের সপক্ষে যুক্তি দিয়ে প্রকাশ বলেছিলেন, “মালয়ালিরা কাজের সন্ধানে সর্বত্র পৌঁছে যায়, এমনই একটি কথা ঠাট্টা করে বলা হয়। আমি আমার ব্যঙ্গচিত্রে সেটাই বুঝিয়েছি।”
মিমের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া প্রকাশ রাজের, ট্রোলারদের ‘বোকা’ বলে নিজের যুক্তিতে অনড় অভিনেতা