শেষ আপডেট: 18th September 2023 11:21
দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদারের 'রহস্যমৃত্যু'র (Pragya Dipa Halder Case) ঘটনায় হাইকোর্টে (Calcutta High Court) ভর্ৎসনার মুখে পড়ল সিআইডি (CID)। এই ঘটনার তদন্তে চার্জশিট দেওয়া নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট। সেইসঙ্গে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট।
সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে প্রজ্ঞাদীপা হালদারের মৃত্যু রহস্যের তদন্ত ছিল। এই ঘটনায় পুলিশ প্রজ্ঞাদীপার সঙ্গী, লেফটেন্যান্ট কর্নেল ও চিকিৎসক কৌশিক সর্বাধিকারীকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, হাইকোর্টে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার নাম করে সময় চাওয়া হচ্ছে, কিন্তু নিম্ন আদালতে নতুন চার্জশিট দেওয়ার ব্যাপারে কোনও আবেদন করা হয়নি। শুধু তাই নয় হাইকোর্টের নির্দেশ জানানো হয়নি নিম্ন আদালতে।
এই ঘটনায় নিম্ন আদালত ১৩ অক্টোবর অভিযুক্তর বিরুদ্ধে চার্জফ্রেমের দিন ঠিক করার নির্দেশ দিয়েছিল। সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, 'বিচারের স্বার্থে আপাতত নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়া স্থগিত থাকবে। এই সময়ের মধ্যে সিআইডিকে নিম্ন আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে হবে।' আগামী ১৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, গত মাসে প্রজ্ঞাদীপা হালদারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল বারাকপুর সেনা ছাউনির অফিসার্স কোয়ার্টার্স ম্যান্ডেলা হাউসের ২০ নম্বর ফ্ল্যাটের একটি ঘর থেকে। ওই ঘর থেকেই একটি সুইসাইড নোটও উদ্ধার হয়। সুইসাইড নোটে তিনি তাঁর লিভ ইন সঙ্গী তথা সেনাবাহিনীর এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। অভিযুক্ত সেনাবাহিনীর চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার। তাঁকে পরে গ্রেফতার করে পুলিশ।
এদিকে, ময়নাতদন্তের রিপোর্টে প্রজ্ঞাদীপার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর আগে ওই আঘাত করা হয়েছিল বলেও রিপোর্টে উল্লেখ ছিল। যা নিয়ে তদন্ত করতে সিআইডি।
আরও পড়ুন: কসবা কাণ্ড: ছেলের ময়নাতদন্তের রিপোর্ট দিচ্ছে না পুলিশ! হাইকোর্টে গেল মৃত ছাত্রের পরিবার