শেষ আপডেট: 26th November 2024 16:16
দ্য ওয়াল ব্যুরো: আবাস যোজনা নিয়ে রাজ্য জুড়ে যেমন বিক্ষোভ চলছে, তেমনই সংঘর্ষও লেগেই আছে। উঠছে একাধিক অভিযোগও। কোচবিহারের মাথাভাঙার ঘটনাটা আরও এক কাঠি ওপরে। আবাস প্রকল্পের সমীক্ষা করতে গিয়ে তৃণমূল নেতার রোষের মুখে পড়লেন সরকারি অফিসার। চেয়ার ছুড়ে মারার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল রুইডাঙা গ্রাম পঞ্চায়েতের সদস্য মণিরুল হকের বিরুদ্ধে।
গতকাল রুইডাঙা এলাকায় সমীক্ষার কাজে যান ভূমি ও রাজস্ব বিভাগের আধিকারিক। অভিযোগ, তাঁকে ফোন করে অন্য এলাকায় সমীক্ষায় যাওয়ার নির্দেশ দেন তৃণমূল পঞ্চায়েত সদস্য। সরকারি অফিসার নির্দেশ অগ্রাহ্য করায় তাঁকে চেয়ার ছুড়ে মারার চেষ্টা করেন তৃণমূল নেতা।
ঘটনায় ঘোকসাডাঙা থানার পুলিশ গিয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে আটক করে। যদিও রাত পর্যন্ত প্রশাসনের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাফাই, 'প্রশাসনকে কাজ করতে দিতে হবে, দল এর মধ্যে হস্তক্ষেপ করবে না।'
এ তো গেল কোচবিহারের কথা। আবাস যোজনার সমীক্ষাকে কেন্দ্র করে দিনহাটার গীতালদহের ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় দুই পঞ্চায়েত সদস্যের অনুগামীদের মধ্যে সেই ঝামেলায় আহত হন দু'জন।
তৃণমূল পঞ্চায়েত সদস্য ডলি খাতুনের সঙ্গে নির্দল পঞ্চায়েত সদস্য রোশেনারা বিবির অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। যার জেরে ডলি খাতুনের দুই আহত অনুগামীকে হাসপাতালে ভর্তি করতে হয়। পরিস্থিতি সামাল দিতে টহল দিচ্ছে দিনহাটা পুলিশ।