মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রবীর ঘোষাল।
শেষ আপডেট: 9th December 2024 16:39
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে আবার সক্রিয় রাজনীতিতে ফিরলেন প্রবীর ঘোষাল। সোমবার বিধানসভায় তাঁকে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে। দলীয় সূত্রে খবর, এখন থেকে নিয়মিত তাঁকে পার্টির মিছিল মিটিংয়ে দেখা যাবে।
২০১৬ সালের ভোটে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রবীণ সাংবাদিক প্রবীর ঘোষালকে প্রার্থী করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিতে বিধায়ক হয়েছিলেন প্রবীর। তবে ২০২১ সালে বিধানসভা ভোটের মুখে দল বদলে বিজেপিতে যোগদান করেন তিনি। পদ্ম শিবিরের তরফে তাঁকে উত্তরপাড়া বিধানসভা আসনে প্রার্থীও করা হয়েছিল। যদিও শেষমেষ তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের কাছে পরাস্ত হন তিনি।
তবে প্রবীরবাবুর বিজেপি জার্নি বিশেষ সুখকর ছিল না। পদ্মশিবিরে যোগদানের কিছুদিন পর থেকেই বিভিন্ন ইস্যুতে বেসুরো হতে দেখা যায় তাঁকে। দলের সঙ্গে দূরত্বও তৈরি হয়। সেই সূত্রে রাজনীতি থেকে ক্রমেই নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন তিনি।
তবে প্রবীর ঘোষাল যে আবার তৃণমূলে ফিরতে চলেছেন এবারে লোকসভা ভোটের সময় সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। হুগলির শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেদিন মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন, সেদিন তাঁর সঙ্গে দেখা গিয়েছিল প্রবীরকে। তখন থেকেই তাঁর তৃণমূলে ফেরা নিয়ে কানাঘুঁষো চলছিল। অবশেষে সব জল্পনায় জল ঢেলে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ফের তৃণমূলের সৈনিক হিসেবে কাজ শুরু করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
সূত্রের খবর, প্রবীর ঘোষালের ইচ্ছাকে মর্যাদা দিয়ে তাঁকে দলে ফিরিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, প্রবীর ঘোষাল দীর্ঘদিনের সাংবাদিক। উনি কোন্নগরে আমাদের বিধায়ক ছিলেন। ওনাকে আবার দলের হয়ে কাজ করার অনুরোধ জানানো হয়েছিল। উনি আমাদের আবেদনে সাড়া দিয়েছেন।
কামারহাটির বিধায়ক মদন মিত্রর সঙ্গে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন প্রবীরবাবু।