শেষ আপডেট: 27th February 2022 06:31
প্রযুক্তিগত সমস্যার কারণে অন্ধকারে ডুবে আছে মুম্বইয়ের (Mumbai) কয়েকটি এলাকা। রবিবার সকালেই ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট (Power Outage) দেখা দেয় বাণিজ্য নগরীতে। বিদ্যুৎ বিভ্রাটের ফলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। তবে কেন্দ্রীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, পরিষেবা ফের চালু করা গেছে। এই ঘটনার জন্য বৃহৎ মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে টুইট করে অসুবিধার জন্য নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে টুইট করেছে। টুইটে লিখেছে, 'কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে শহরের অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ ব্যাঘাত ঘটেছে। সমস্যা সমাধানের আমাদের একটি দল মাঠে নেমেছে। আশা করছি ঘন্টাখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এই অসুবিধার জন্য দুঃখিত।' আরও পড়ুনঃ বিশ্বে প্রথম গাছপালা থেকে ভ্যাকসিন বানিয়েছে কানাডা, উদ্ভিজ্জ প্রোটিনের সঙ্গে মিশেছে জিন প্রযুক্তি সেন্ট্রাল মুম্বাইয়ের সিওন, দাদর এবং মাটুঙ্গা এলাকা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ মুম্বইয়ের কিছু অংশ থেকেও একই ধরনের খবর পাওয়া গেছে। এর আগে, মুম্বইয়ে ২০২০ সালে অক্টোবর মাসে এমন ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হয়েছিল। সেই সময় ১৮ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়েছিল।