শেষ আপডেট: 30th November 2024 21:21
দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের আগেই রাজ্যে আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স এসোসিয়েশন। আগামী ৩ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে ধর্মঘটের রাস্তায় হাঁটার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিন রাজ্যে রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। যার জেরে সীমান্তে গিয়ে আটকে যাচ্ছে আলুবোঝাই ট্রাক। এই পদক্ষেপের পাল্টা দিতেই মঙ্গলবার থেকে আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিল ব্যবসায়ী সমিতি।
এই ধর্মঘট হলে স্বাভাবিকভাবেই রাজ্যে যেমন আলুর সংকট দেখা দেবে। তেমনই লাফিয়ে বাড়বে দাম। গত বৃহস্পতিবার এবং শনিবার তারকেশ্বরের পটেটো ব্যবসায়ী সমিতি ভবনে দু’দফায় বৈঠক করে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন। বৈঠক শেষেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মঙ্গলবার থেকে হিমঘর থেকে আলু সরবরাহ হবে না।
আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভপ্রকাশ করার পরই গত ২৩শে নভেম্বর কলকাতার বাজারে আলুর দামে রাশ টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বৈঠকে ঠিক হয় ২৬ টাকা কেজি দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা। কিন্তু তারপরেও ব্যবসায়ীরা প্রায় ৪০ টাকার দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন দাম।
আলু ব্যবসায়ীদের অভিযোগ, হিমঘর থেকে বেরলেও আলু রফতানি করা যাচ্ছে না। তাই আলু পচে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমনকী সীমান্তে পাঠানো আলুবোঝাই ট্রাক আটকে দেওয়ায় লোকসানের মুখে পড়তে হচ্ছে তাঁদের। তাই রাজ্য সরকারকে আলু কিনে নিতে প্রস্তাব দিয়েছিলেন আলু ব্যবসায়ীরা। কিন্তু তাতে সাড়া দেয়নি রাজ্য। ফলে আবার ধর্মঘটের হঁশিয়ারি দিলেন আলু ব্যবসায়ীরা।
গত অগস্ট মাসেও আলু ব্যবসায়ীরা ধর্মঘট ডেকেছিলেন। তার জেরে আলুর সঙ্কট দেখা দিয়েছিল। দামও বেড়েছিল আকাশছোঁয়া। এবারও যদি আলু ব্যবসায়ীরা ধর্মঘট করেন সেক্ষেত্রে মঙ্গলবার থেকে খুচরো বাজারে আলুর সঙ্কট দেখা দিতে পারে। দাম বাড়বে আলুর।
এদিনের বৈঠকের পর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সাধারণ সম্পাদক জানান, রাজ্যের কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্নার নির্দেশ অনুযায়ী কিলো প্রতি ২৬ টাকা দরে হিমঘর থেকে বের করে পাঠানো হলেও ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তীসগড় এবং অসম সীমান্তে আলুর ট্রাক আটকে দেওয়া হচ্ছে। আলুবোঝাই ট্রাকের চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এই অবস্থায় বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারিত দামে আলু বিক্রি করলেও ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বিজ্ঞপ্তি ছাড়াই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অর্থাৎ রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে কোনো নির্দেশিকা ছাড়াই এছাড়াও বেআইনি ভাবে ফাইনও আদায় করা হচ্ছে।