শেষ আপডেট: 24th January 2022 07:29
দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে ফের একবার বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এল। যখন দলের একাংশ শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভ উগড়ে দিচ্ছে, এনন পরিস্থিতিতে সুকান্ত মজুমদার ও অমিতাভ চক্রবর্তীর সমর্থনে পোস্টার পড়ল কলকাতার বিভিন্ন জায়গায়। বিক্ষুব্ধ বিজেপি নেতারা যখন এক জোট হয়ে নেতৃত্বের সিদ্ধান্তের বিরোধিতা করছে, তখন দলের দুই নেতার সমর্থন জানিয়ে পোস্টার দিল ভারতীয় জনতা মজদুর সেল। সেখানে পাশে থাকার বার্তা জানানো হয়েছে। প্রসঙ্গত, দিন কয়েক আগে বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যানার দেওয়া হয়েছিল। যা নিয়ে রীতিমতো অস্বস্তি শুরু হয়েছিল পদ্ম শিবিরে। এই ঘটনায় বিক্ষুব্ধ বিজেপি নেতাদের বিরুদ্ধে আঙুল উঠেছিল। শ্যামবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ, মুরলীধর সেন লেনে পড়েছিল এই পোস্টারগুলো। এবার সেই সব জায়গাতেই অমিতাভ চক্রবর্তীদের সমর্থন জানিয়ে ব্যানার দেওয়া হল। ঘটনার সূত্রপাত, রাজ্য কমিটির ভোল বদল হওয়ার পর থেকেই। কমিটি থেকে বাদ গেছে একাধিক নেতার নাম। যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছিল বিক্ষুব্ধরা। এমনকি পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বিজেপির বিক্ষুব্ধ নেতারা বৈঠকও করেন। তারপর থেকেই শহর জুড়ে অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার চোখে পড়ে।