শেষ আপডেট: 31st December 2023 14:21
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে বিষ্ণুপুর শহরে জুড়ে ছেয়ে গেল পোস্টার। সেই পোস্টার সাঁটানো হয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনেও। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
কোথাও লেখা 'টিকিট বিক্রির কান্ডারি সৌমিত্র খাঁকে দূর হটাও'। কোনওটিতে লেখা 'বিষ্ণুপুরের জনগণ বিরোধী সৌমিত্র নিপাত যাক'। কোথাও আবার সৌমিত্র খাঁয়ের ছবি দিয়ে লেখা হয়েছে, '১০ বছরের অবসান চাই, সৌমিত্র দালালের বিদায় চাই’। জেলার একাধিক পঞ্চায়েত, বিধানসভা হাতছাড়া হয়েছে সাংসদের জন্য এমনও অভিযোগ আনা হয়েছে পোস্টারে। কারা এই পোস্টার লাগিয়েছে তার কোনও উল্লেখ নেই। শুধু লেখা, ‘বিষ্ণুপুরের শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত অনুশাসিত জনগণের তরফ থেকে’।
রবিবার সকালে সাংসদের বিরুদ্ধে এমন পোস্টার ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, এই পোস্টার তৃণমূলের চক্রান্ত। হেরে যাওয়ার ভয়ে এই সব পোস্টার দিচ্ছে। তাতে বিষ্ণুপুর লোকসভা ভোটে কোনও সমস্যা হবে না বলে দাবি করেছে বিজেপি।
তৃণমূলের দাবি, এই পোস্টার প্রমাণ করছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কোন জায়গায় পৌঁছেছে। বিজেপি সাংসদ কাজ করেননি। তাই পোস্টারের মাধ্যমে বিজেপির নিচুতলার কর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন।
যাকে নিয়ে এত বিতর্ক সেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, ''সকালবেলায় বছরের শেষ দিনে চা খাচ্ছি। খুব ভাল লাগছে। যাঁরা এগুলো করছে তাঁদের উদ্দেশে বলি, বিজেপি বাংলায় ৩৫টা সিট পাবে। নিশ্চিন্তে থাকুন। ভারতবর্ষে রামমন্দির তৈরি হচ্ছে। সবাইকে শুভেচ্ছা, ভাল থাকবেন।''