শেষ আপডেট: 13th December 2024 12:28
দ্য ওয়াল ব্যুরো: '৭ দিনের মধ্যে ১৫ জন মিলে ধর্ষণ করা হবে'! বাংলাদেশি পরিচয়ে এক মহিলাকে এভাবে গণধর্ষণের হুমকি পোস্টার দেওয়ার অভিযোগ উঠেছি। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে হাবরার আক্রমপুর এলাকায়। ইতিমধ্যে থানাতে অভিযোগও জানিয়েছেন ওই মহিলা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
গত জুলাই থেকে উত্তপ্ত বাংলাদেশ। অগস্টে হাসিনা সরকারের বদলের পরও পরিস্থিতির বদল ঘটেনি। বরং ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে হিংসার ঘটনা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকার এক মহিলাকে বাংলাদেশি পরিচয়ে গণধর্ষণের হুমকি ঘিরে নতুন করে শোরগোল তৈরি হয়েছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বাইরে গিয়েছিলেন ওই মহিলা। রাতে বাড়ি ফিরে দেখেন, দরজায় দু'পাতার পোস্টার সাঁটানো। তাতে লেখা, '৭ দিনের মধ্যে ১৫ জনকে নিয়ে আসছি। তৈরি থেকো। গণর্ধষণ করব'। চিঠির তলায় লেখা, 'ইতি - আজিদ, বাংলাদেশ'।
এহেন পোস্টার দেখে আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। কারণ, সারাদিন তিনি বাড়িতে একাই থাকেন। স্বামী এবং ছেলে কাজে বেরিয়ে যান। আতঙ্কে সঙ্গে সঙ্গে স্বামী এবং ছেলেকে ফোন করেন। পরে তাঁদের নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। কে এই 'বাংলাদেশি আজাদ', তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা।