শেষ আপডেট: 13th March 2024 13:07
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: লকেটের বিরুদ্ধে পোস্টারে শোরগোল। বিজেপির মণ্ডল সভাপতিদের নামে লেখা হয়েছে এই পোস্টার। তাতে মোদীকে খোলা চিঠি দিয়েছেন বিজেপি মণ্ডল সভাপতিরা। লিখেছেন, "মোদীজি আমাদের বাঁচান লকেট চ্যাটার্জির হাত থেকে।"
এই পোস্টার ঘিরে বিজেপি-তৃণমূল সংঘাতও তুঙ্গে উঠেছে চন্দননগরে। লকেটের দাবি, এ সমস্তই তৃণমূলের চক্রান্ত। তারাই এ সব করাচ্ছে। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বক্তব্য, লকেটের উপর ক্ষুদ্ধ ওঁর দলের সবাই। সেই ক্ষোভ প্রকাশ্যে আসতেই এখন তৃণমূলের উপর দায় চাপানো চলছে।
উত্তর চন্দননগরের তালডাঙা, সরিষাপাড়া, বোড়াইচণ্ডীতলা, লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় এই খোলা চিঠি পোস্টার আকারে সাঁটানো হয়েছে। বুধবার সকালে তা নজরে আসে। এরপরেই আলোড়ন পড়ে যায়। পোস্টারে লেখা, 'বর্তমানে আমরা মণ্ডল সভাপতির দায়িত্বে কাজ করছি। এর আগেও বিভিন্ন দায়িত্বে কাজ করেছি এমনকী নিজের বিধানসভায় ২০২১ শে কাজ করার সময় বার করে চুঁচুড়ায় গিয়ে লকেট চ্যাটার্জির হয়ে প্রচার করেছি। ৫ বছর উনি নিজে আমাদের মণ্ডলে প্রায় আসেননি, তাতে আমাদের কী দোষ? এখন উনি মানুষের ক্ষোভের মুখে পড়ে আমাদের ধমকি দিচ্ছেন, ভোটের পর দেখে নেব বলছেন। আমরা জেলার একাধিক নেতা এবং রাজ্য থেকে এই জেলায় দায়িত্বে থাকা নেতৃত্বকে জানিয়েছি। কেউ কোনও ব্যবস্থা নিচ্ছে না।বাধ্য হয়ে খোলা চিঠি লিখলাম। আমরা মণ্ডল সভাপতিরা তা প্রকাশ করলাম। ক্ষমা করবেন মোদীজি।'
এই প্রথম নয়, লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়েছে আগেও। যতবার পোস্টার পরেছে ততবারই লকেট দাবি করেছেন, এসবই তৃণমূলের কাজ। বুধবারও তিনি বলেন, তৃণমূল ভয় পেয়ে গেছে। তাই আমাদের মণ্ডল সভাপতিদের নামে এ সব পোস্টার দিচ্ছে। ওরা এসব করতেই থাকুক। মানুষ আমাদের পাশেই আছেন। তাতে কিছুই এসে যাবে না।"
তবে বিজেপি সূত্রের খবর, প্রার্থী ঘোষণার পর থেকেই নিচুতলার নেতা কর্মীদের একাংশের ক্ষোভ দেখা যাচ্ছে। লকেটের কর্মসূচিতে দেখা যাচ্ছে না অনেক মণ্ডলকে। তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার বলেন, "লকেটকে নিয়ে ভাবি না। আমাদের লড়াই মোদীর সঙ্গে। আসলে বিজেপির ছেলেরাই লকেটকে চাইছে না।" পাঁচ বছর হুগলির সাংসদকে দেখা যায়নি বলে অভিযোগ বিরোধীদের। এবার তাঁর বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ায় নিশ্চিত ভাবেই লকেট চট্টোপাধ্যায়ের দুশ্চিন্তা বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।