ফালাকাটায় শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 3 November 2024 09:02
দ্য ওয়াল ব্যুরো: আলিপুরদুয়ারের ফালাকাটায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শিশুটিকে বাঁচানো যায়নি বলে খবর। এবার ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানালেন, ‘নিয়ম মেনে হয়নি ময়নাতদন্ত।’
শনিবারই ফালাকাটায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু। তাঁর অভিযোগ, ‘শুনেছি পিএম সঠিক পদ্ধতিতে হয়নি। এটা রাজনীতি নয়। পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটছে। শিশুকন্যারাও বাদ যাচ্ছে না। এটা জঘন্য অপরাধ। এদের জানোয়ারের সঙ্গে তুলনা করলেও ভুল হবে। গ্রামবাসীরা আইন নিজের হাতে তুলে নিয়েছিল কারণ এই সরকারের প্রতি তাদের আস্থা নেই।'
শুভেন্দু আরও বলেন, নাবালিকার পরিবার আইনি লড়াই করলে পাশে আছি। শিশুকন্যার মায়ের সঙ্গে কথা হয়েছে। প্রাথমিকভাবে আমার মনে হয়েছে ময়নাতদন্ত যে পদ্ধতিতে করা হয়েছে তা সঠিক পদ্ধতিতে হয়নি। নাবালিকার পরিবার যেমন চাইবে আমরা সেভাবেই সাহায্য করব।’
ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে গ্রামবাসীদের গণপিটুনিতে শুক্রবারই মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। সেই প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, 'এখানকার গ্রামের লোকেরা আইন হাতে তুলে নিয়েছে কারণ, পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের উপরে মানুষের আস্থা নেই।'
স্থানীয় সূত্রের দাবি, নির্যাতিতা শিশুর মা-বাবা দুজনেই শুক্রবার খেতে কাজ করছিলেন। মেয়েটি অদূরে দাঁড়িয়েছিল। সে সময় জিলিপি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় এক যুবক তাকে নিয়ে যায় বলে অভিযোগ। এর কিছু পরেই পুকুর পাড় থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে।