শেষ আপডেট: 25th October 2024 17:51
দ্য ওয়াল ব্যুরো: আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল, আজকে অর্থাৎ ২৫ তারিখ 'দানা'র প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছিল। এরই সঙ্গেই বলা হয়েছিল, দু'-এক জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, কলকাতা, হুগলি উত্তর ২৪ পরগনায় রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আজ দুই দিনাজপুর ও মালদায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের আর কোথাও তেমন কোনও সতর্কতার কথা বলা নেই।
এক নজরে দেখে নেওয়া যাক, কাল থেকে কেমন থাকবে বাংলার আবহাওয়া
২৬ তারিখ - বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুর ছাড়া আর কোথাও কোনও সতর্কতা নেই। উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর এবং মালদাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের আশঙ্কা থাকছে।
২৭ তারিখ - দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
২৮ ও ২৯ তারিখ - দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
৩০ ও ৩১ তারিখ - দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।