শেষ আপডেট: 8th December 2024 18:40
কলকাতা ব্যুরো: পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় ফের চড়বে পারদ। রবিবার কলকাতার তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল, সেটার প্রভাবে শনিবার একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী ২৪ ঘণ্টায় আরও সুস্পষ্ট হয়ে উঠবে। তারপর আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী বুধবার শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূল অতিক্রম করে ভারত মহাসাগরের কাছে পৌঁছবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার আংশিক মেঘলা থাকতে পারে দক্ষিণবঙ্গের আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জোড়া ফলা শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে। তবে আগামী সপ্তাহের শেষে দিকে বেশ কিছুটা তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছেন আবহবিদরা।
অন্যদিকে সোমবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকালই দার্জিলিঙে ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস পরিষ্কার করে দিয়েছে, উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের নয় জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মঙ্গলবার পর্যন্ত নতুন করে শহরের তাপমাত্রা কমার সম্ভাবনা কম। বুধবার থেকে ফের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে রাজ্যে। সকালের দিকে কলকাতা ও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা।