শেষ আপডেট: 31st July 2024 19:30
দ্য ওয়াল ব্যুরো: কখনও খাবারের পাতে মরা টিকটিকি, কখনও বা নিম্নমানের চাল ডাল! রাজ্যের আইসিডিএস কেন্দ্রগুলিকে ঘিরে অভিযোগের অন্ত নেই। এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামোগত বেআব্রু দশাও সামনে এল!
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের মোট অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কেন্দ্রের সংখ্যা ১ লক্ষ ৭ হাজার ২১১টি। এর মধ্যে ২২ হাজার ১৯৫টি কেন্দ্রে কোনও শৌচাগারই নেই!
একইভাবে ১৫ হাজার ৭৩৩টি কেন্দ্রে শৌচাগার থাকলেও নিকাশির ব্যবস্থা নেই। এছাড়াও ২২ হাজার ৫৯১টি টয়লেট নষ্ট হয়ে গিয়েছে। যেখানে শৌচাগার নেই সেখানে দ্রুত তা তৈরি করা, অন্যত্র মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে।
এ ব্যাপারে গত ২৫ জুলাই রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসকের উদ্দেশে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর থেকে চিঠি পাঠিয়ে অবিলম্বে আইসিডিএস কেন্দ্রের শৌচাগার নির্মাণ ও সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর পরিসংখ্যান।
সরকারি চিঠিতে উল্লেখ করা সংখ্যা থেকেই স্পষ্ট, রাজ্যের মোট আইসিডিএস কেন্দ্রের অর্ধেকের বেশি কেন্দ্রে শৌচাগার নেই বা তা ব্যবহারের অযোগ্য। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল তৈরি হয়েছে সব মহলে।
যেখানে সরকারের তরফে বাড়ি বাড়ি শৌচাগারের কথা বলা হচ্ছে সেখানে রাজ্যের এতগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচাগার না থাকা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যে কাজের টেন্ডারও ডাকা হয়েছে। ১৩ অগস্ট ওয়ার্ক অর্ডার ইস্যু করা হবে। অগস্টের ১৬ ও ১৭ তারিখের মধ্যে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।