শেষ আপডেট: 25th September 2023 14:47
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে প্রতিবারই জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন পার্টি তৈরি হয়, চলে দল ভাঙানোর খেলা (Poll bound Bangladesh clash in BNP)। এবারও তার ব্যতিক্রম হয়নি। আগামী বছর জানুয়ারির গোড়ায় জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট নেওয়া হবে বলে সে দেশের নির্বাচন কমিশন সম্প্রতি ঘোষণা করেছে।
নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার উদ্দেশে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের ভিসা নীতি জারি করেছে। কোন কোন ব্যক্তির আমেরিকা সফরে তারা নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন তা প্রকাশ না করায় শাসক ও বিরোধী, দু’পক্ষই পরস্পরের দিকে আঙুল তোলা শুরু করেছে। বস্তুত বিগত কয়েক মাস যাবৎ পড়শি দেশের রাজনীতিতে চর্চার অন্যতম বিষয় হল আমেরিকার কড়াকড়ি। গত কয়েকদিন যাবৎ আলোচনা শুরু হয়েছে ভারতের দুই রাজনৈতিক দল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে।
কিন্তু দিন কয়েক আগে সমশের মবিন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকর নামে বিএনপির দুই প্রাক্তন শীর্ষ নেতা তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে দলটির যথাক্রমে চেয়ারপারসন ও মহাসচিব হয়েছেন। সমশের মোবিন চৌধুরী বিএনপি জমানায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব ছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর বিএনপি-তে যোগ দেন। অন্যদিকে, তৈমুর আলম খন্দকর বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন। তিনিও বিএনপি নেত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন।
তাঁরা যোগদানের পরই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তৈমুর আলম খন্দকরের কথায়, ভারতের কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস গঠন করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে থাকা তৃণমূল কথাটি তাঁর পছন্দের। তৃণমূল বিএনপি নামটি তাঁর পছন্দ হয়েছে। এটিও নতুন দলে যাওয়ার একটি কারণ। অন্যদিকে, সমশের মোবিন চৌধুরীর কথায়, ভারতে কংগ্রেস ভেঙে তৈরি তৃণমূল কংগ্রেস এখন বেশ বড় পার্টি।
প্রাক্তন পররাষ্ট্র সচিব তথা বিএনপির একদা ভাইস চেয়ারম্যান সমশের মোবিন ভারত ঘনিষ্ঠ বলে পরিচিত। দলের পরামর্শেই বিএনপি-র সঙ্গে ভারত সরকারের সুসম্পর্ক তৈরিতে তিনি একদা অগ্রসর হয়েছিলেন। তাঁর বিএনপি ছাড়ার অন্যতম কারণ, ভারতের সঙ্গে দলের সম্পর্ক বিচ্ছেদ।
তাঁর কথায়, প্রণব মুখোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি থাকাকালে ঢাকা সফরে এলে সৌজন্য সাক্ষাতের কথা বলেও শেষ মুহূর্তে তা বাতিল করেন বিএনপি নেত্রী খালেদা। ওই সিদ্ধান্ত ভারত ভালোভাবে নেয়নি। অন্যদিকে, ওই ঘটনায় অপমানিত বোধ করে দল ছাড়েন তিনি। তাঁর দাবি, প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আয়োজন তিনি করেছিলেন। খালেদা বৈঠক বাতিল করে তাঁকেই অপমান করেন।
সমশের মবিন চৌধুরী এবং তৈমুর আলম খন্দকর তৃণমূল বিএনপি-তে যোগদানের পর চর্চা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যেমন আদি দল কংগ্রেসকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে বাংলাদেশের নতুন দলটিও সেই সাফল্য পেতে পারে। দুই নেতা ঘোষণা করেছেন তারা অন্তত দুশো আসনে প্রার্থী দেবেন।
রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, তৃণমূল বিজেপি তেড়েফুঁড়ে ওঠার পিছনে শাসক দল আওয়ামী লিগের হাত আছে। বিএনপি ঘোষণা করেছে তারা শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না। প্রধান বিরোধী দল ভোটে অংশ না নিলে নির্বাচনের বৈধতা নিয়ে আন্তর্জাতিক দূনিয়ায় প্রশ্নের মুখে পড়তে পারে বাংলাদেশ। এই পরিস্থিতিতে বিএনপির নির্বাচনপন্থী নেতা-কর্মীদের নতুন দলে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বিএনপি-তে বহিষ্কৃত নেতারা ছাড়া কেউ নতুন দলে যোগ দেবেন না।
আরও পড়ুন: বাংলাদেশে অচিরেই মাইনরিটি কমিশন, সংখ্যালঘুদের আশ্বাস হাসিনার উপদেষ্টার