শেষ আপডেট: 1st October 2024 07:21
দ্য ওয়াল ব্যুরো: সরকারি স্কুলের একাদশের প্রশ্নপত্রে আরজি কর প্রসঙ্গ। যা নিয়ে শোরগোল পড়ে গেছে পূর্ব মেদিনীপুরের একটি স্কুলে।
এগরার ঝাটুলাল হাইস্কুলে একাদশের সেমিস্টার চলছে। সোমবার ছিল পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা। এর প্রশ্নপত্রই উঠে এসেছে আরজি কর প্রসঙ্গ। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
প্রশ্নপত্রে দেখা যাচ্ছে, পাঁচ নম্বর পাতার ৪০ নম্বর প্রশ্নে লেখা, ‘শিক্ষা আমার মৌলিক অধিকার। আমি অভিয়া অনেক আশা ও স্বপ্ন নিয়ে আরজি কর মেডিক্যাল কলেজে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমার। আমায় মেডিক্যাল কলেজের মধ্যে পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে। আমার সঠিক বিচার হোক। উপরে বর্ণিত শিক্ষার অধিকারটি সংবিধানের কোন ধারায় আছে?’— আর এর দেওয়া রয়েছে চারটি অপশন। যা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক অবশ্য বলছেন, তিনি কয়েকদিন শরীর খারাপের জন্য স্কুলে আসেননি। তাই ব্যাপারটা কে বা কারা করল সেটা তাঁর জানা নেই। অন্যদিকে এগরার তৃণমূল বিধায়ক তরুণ মাইতি মনে করছেন, নির্যাতিতার নামে রাজনীতি করা হচ্ছে।
তাঁর প্রশ্ন, যে ছেলে-মেয়ে দারিদ্র্যের জন্য চায়ের দোকানে কাজ করে। খেটে খায়, সে শিক্ষার আলো থেকে বঞ্চিত নয়? একটা বিচারাধীন ঘটনা তুলে ধরে স্রেফ রাজনীতি করা হচ্ছে বলেই মনে করেন তিনি।
আবার কাঁথি বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বলছেন, ‘যে শিক্ষক এমন প্রশ্ন রেখেছেন তাঁকে এবং তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এই বিষয় একটি সামাজিক ইস্যু। পড়ুয়াদের অবগত হওয়া উচিত।’