শেষ আপডেট: 28th February 2025 19:23
দ্য ওয়াল ব্যুরো: পিসি শাশুড়িকে খুনের পর দেহ টুকরো করে ট্রলি ব্যাগে ঢোকানো (Kumartuli Case)। এরপর ঘর পরিষ্কার করে ভ্যানরিকশা ডাকা। তাতে ব্যাগ তুলে কলকাতার লক্ষ্যে বেরিয়ে পড়া... এই সবই কি ফাল্গুনী এবং আরতি ঘোষ দুজন মিলেই করেছিলেন? নাকি অন্য কেউ তাদের সাহায্য করেছিল? এই প্রশ্ন এখন ঘুরছে পুলিশের মাথায় (Police Investigation)। স্থানীয় বাসিন্দারা মা-মেয়ের সম্পর্কে যা যা অভিযোগ করছেন তাতে তৃতীয় কোনও ব্যক্তির এই ঘটনার সঙ্গে জড়িতে থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
কলকাতায় আসার জন্য প্রথমে ভ্যান এবং পরে হলুদ ট্যাক্সি ভাড়া করেছিলেন ধৃত মা-মেয়ে। ওই ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ফাল্গুনী বা আরতি নন, অন্য এক ব্যক্তি তাঁকে ভাড়ায় যেতে বলেছিলেন। এদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, ফাল্গুনীদের বাড়িতে রাতে অচেনা লোক আসত, ওর বিবাহ-বহির্ভূত সম্পর্কও ছিল! সেই ব্যক্তিই ভ্যান ভাড়া করতে গেছিলেন বলে মনে করছেন অনেকে। তাহলে কি ওই ব্যক্তির সঙ্গেই সম্পর্ক ছিল ফাল্গুনীর, ধন্দে পুলিশ। কারণ জেরায় মা-মেয়ে কেউই ওই ব্যক্তিকে নিয়ে নির্দিষ্ট কোনও তথ্য দেননি।
স্বামীর সঙ্গে ফাল্গুনীর যে বৈবাহিক সম্পর্ক তলানিতে ছিল তা আগে থেকেই জানতে পেরেছে পুলিশ। তিনি কর্মসূত্র অসমে থাকেন এবং সেখানে যেতেন না ফাল্গুনী। তাঁর বিরুদ্ধে মদ্যপান করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও রয়েছে। সেক্ষেত্রে পুলিশ মনে করছে, ফাল্গুনীর পরকীয়ায় জড়িয়ে পড়া অস্বাভাবিক নয়। সেক্ষেত্রে ওই ব্যক্তিই তাঁকে এবং তাঁর মাকে সাহায্য করতে পারে এই ভয়ানক ঘটনায়।
এলাকার দু’টি সিসিটিভি ফুটেজ এবং ভ্যানরিকশা চালকের বয়ান মিলিয়ে দেখেছে পুলিশ। এমন এক মাঝবয়সী ব্যক্তির খোঁজ মিলেছে। তবে এই ব্যাপারে এলাকাবাসী জানিয়েছেন, তাঁরা এমন কাউকে আগে এলাকায় দেখেননি। অর্থাৎ কেউ সাহায্য করে থাকলে সে বাইরের লোক, স্থানীয় নয়। সেই সূত্র ধরেই এখন তদন্ত চালাচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার বারাসত আদালতে পেশ করা হলে অভিযুক্ত মা-মেয়েকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে উঠে এসেছে, মধ্যমগ্রামের ভাড়া বাড়িতে ফাল্গুনী ও তাঁর মা ২২ মাস ধরে থাকছিলেন। সেখানে নিয়মিত যাতায়াত ছিল মৃতার। তাঁর আর্থিক সামর্থের কথা জেনে, ব্যাঙ্ক লকারে কত গয়নাগাঁটি আছে, সে সবের খবর নিয়ে, পিসিশাশুড়ির কাছে টাকা-পয়সা চেয়েছিলেন ফাল্গুনীরা। না দেওয়াতেই খুনের ছক কষা হয়।