শেষ আপডেট: 8th March 2025 10:41
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) অশান্তির ঘটনায় এবার এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে (Srijan Bhattachariya) তলব করল যাদবপুর থানার পুলিশ।
শনিবার সন্ধে ৬টায় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবার ওয়েবকুপার সম্মেলনে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সে সময় ছাত্র সংসদ নির্বাচনের দাবি ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বাম পড়ুয়ারা। পরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় দুই ছাত্র জখম হন বলে অভিযোগ।
ওই দিনের অশান্তির ঘটনায় তাঁর কাছে কী ছবি এবং ভিডিও ফুটেজ রয়েছে তা সঙ্গে নিয়ে সৃজনকে থানায় যেতে বলা হয়েছে।
প্রসঙ্গত, অশান্তির ঘটনায় সিসিটিভি ফুটেজ নিয়ে সাংবাদিক বৈঠক পাল্টা সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছিল তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এবং এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে। তারই জেরে এই তলব কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
তবে পুলিশ সূত্রের দাবি, যেহেতু সেদিনের ঘটনা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে তাই ওই ঘটনা সম্পর্কিত যার কাছে যা তথ্য রয়েছে তা চাওয়া হচ্ছে। সৃজনও জানিয়েছেন, যাদবপুরের অশান্তির বিষয়ে তাঁর কাছে যা ছবি রয়েছে, তিনি পুলিশকে তা দিয়ে সহযোগিতা করবেন।