আসফাকুল্লা নাইয়ার ও অনিকেত মাহাতো।
শেষ আপডেট: 16th January 2025 12:53
দ্য ওয়াল ব্যুরো: এবার আরজি কর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়ার গ্রামের বাড়িতে গিয়ে তল্লাশি চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।
বৃহস্পতিবার এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "পুলিশের পোশাক পরে বাড়িতে ভয় না দেখিয়ে সাহস থাকলে আরজি করে আসুন!"
রাজ্য সরকার প্রতিহিংসা পরায়ণ আচরণ অবিলম্বে বন্ধ না করলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফ্রন্টের অন্যতম নেতা, জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোও। তিনি বলেন, "পুলিশ প্রতিহিংসা পরায়ণ আচরণ বন্ধ না করলে আমরাও ছেড়ে কথা বলব না।" তবে তল্লাশির বিষয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
ঘটনার সূত্রপাত, পিজিটি হয়েও ইএনটি-র সার্জেন পরিচয় দিয়ে চেম্বার করছেন আসফাকুল্লা। সম্প্রতি এই অভিযোগ উঠেছিল জুনিয়র চিকিৎসক নাইয়ার বিরুদ্ধে। এ বিষয়েই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে জুনিয়র চিকিৎসক নাইয়ারকে শোকজ করা হয়েছে। সাতদিনের মধ্যে জবাব তলব করা হয়েছে।
এরপরই এদিন সকালে কাকদ্বীপে আসফাকুল্লার বাড়িতে পুলিশ তল্লাশি চালায় বলে অভিযোগ। আসফাকুল্লা বলেন, "আমি তো থাকি আরজি করে। পুলিশের কিছু জানার থাকলে আমার কাছে আসতে পারতো। তা না করে ১০০ কিমি দূরে আমার বাড়িতে গিয়ে তল্লাশির নামে বাড়ির লোককে হেনস্থা করল কেন?"
আসফাকুল্লার আরও অভিযোগ, "তিনি যেহেতু আরজি করের ধর্ষণ খুনের প্রতিবাদ আন্দোলনের প্রথম সারিতে ছিলেন তাই পুলিশকে বাড়িতে পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে।" এভাবে বিচারের দাবিতে আন্দোলন থামানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আন্দোলনের আর এক মুখ অনিকেত মাহাতোও সরব হয়েছেন পুলিশের 'অতি সক্রিয়তা' নিয়ে।