শেষ আপডেট: 10th August 2023 02:15
দ্য ওয়াল ব্যুরো: বেহালায় স্কুল পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর পরই প্রাথমিক শিক্ষা দফতর স্কুলে স্কুলে বাচ্চাদের মধ্যে পথ সচেতনতা প্রচারের (road awareness) উদ্যোগ নিয়েছে। বুধবার সেই কাজেই দক্ষিণ কলকাতার একটি স্কুলে গিয়েছিলেন উচ্চপদস্থ পুলিশ (police) আধিকারিকরা। সেখানেই ক্লাস টেনের এক পড়ুয়ার নালিশ শুনলেন এক পুলিশ। বাচ্চাটি উঠে দাঁড়িয়ে বলল, ‘কাকু, আমাদের স্কুলের (schools) সামনে বড় রাস্তায় খুব জোরে গাড়ির হর্ন বাজে। আমাদের পড়াশোনায় অসুবিধা হয়। পরীক্ষার সময় তো আরও অসুবিধা। কিন্তু এটা তো নো হর্ন জোন।’ শেষে দশম শ্রেণির ওই পড়ুয়ার অভিযোগ পেয়ে পুলিশ অফিসার বলতে বাধ্য হন, ‘ঠিক আছে, আমরা বিষয়টা দেখে নিচ্ছি।’
শহরের সমস্ত স্কুল-কলেজ-হাসপাতালের সামনের রাস্তাই নো-হর্ন জোন হিসেবে চিহ্নিত। কিন্তু তা যেন এখন শুধুই খাতায়-কলমে। পুলিশ-প্রশাসনের গাফিলতিতে এই নিয়মটা মানেই না কোনও গাড়ি, এমনই অভিযোগ সবার। তাই ছাত্রটি এভাবে পুলিশের কাছে নালিশ করায় আখেরে কাজের কাজ হবে বলেই মনে করছে ওই স্কুলের আধিকারিকরা। পুলিশকে এভাবে সর্বসমক্ষে নালিশ করার মতো সৎ সাহস দেখানয় ওই পড়ুয়াকে বাহবাও দিচ্ছেন অনেকে। বুধবার ঘটনাটি ঘটেছে রানিকুঠির গান্ধী কলোনি বয়েজ হাই স্কুলে।
পঞ্চম থেকে দশম শ্রেণির পড়ুয়াদের নিয়ে আয়োজিত এই সেমিনারে পথ নিরাপত্তা ও সচেতনতার পাঠ দিয়েছেন ডেপুটি কমিশনার সাউথ (ট্রাফিক) ওয়াই এস জগন্নাথ রাও, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সমীর পাঁজা, গড়িয়া ট্রাফিক গার্ডের ওসি নাজমুল হোসেন ও অন্যান্য সার্জেন্টরা। কীভাবে রাস্তা পারাপার করতে হবে, সেখানে জেব্রা ক্রসিং কতটা গুরুত্বপূর্ণ ও বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার-সহ নানারকম বিষয় নিয়ে কথা বলছিলেন পুলিশরা। পড়ুয়াদের জন্য ক্যুইজের আয়োজনও করা হয়েছিল।
এমন সময়েই কোনও জিজ্ঞাস্য নিয়ে ছাত্রদের সরাসরি প্রশ্ন করতে বলেন ওসি নাজমুল হোসেন। তখনই ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র অভিনব পাল উঠে দাঁড়িয়ে স্কুলের সামনে শব্দ তাণ্ডবের কথা তুলে ধরে। তাদের পড়াশোনা, পরীক্ষায় কীভাবে গাড়ির হর্ন ব্যাঘাত ঘটাচ্ছে, সেই সব অভিযোগই মন দিয়ে শোনেন পুলিশ অফিসাররা। এরপরই তাঁরা ছাত্রদের কথা দেন যে, অবিলম্বে এই বিষয়টি নিয়ে প্রশাসন ব্যবস্থা নেবে। উল্লেখ্য, শহর কলকাতার অধিকাংশ স্কুলই বড় রাস্তার উপরে। উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতা, সর্বত্রই একেবারে স্কুলের গণ্ডির বাইরেই গাড়ি চলাচলের রাস্তা। তাই সেখান থেকে সবসময়েই বাস, লরি থেকে শুরু করে ট্যাক্সি, বাইক চলাচল লেগেই থাকে। আর স্কুলের সামনের নো হর্ন জোন নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই এই গাড়ি যাতায়াত হয়।