শেষ আপডেট: 6th January 2024 12:00
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে উত্তেজিত জনতার বাধার মুখে পড়েন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। অভিযোগ, মাথা ফাটিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনায় এবার ইডির বিরুদ্ধেই থানায় এফআইআর দায়ের হল!
জানা গেছে, শাহাজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে ন্যাজাট থানার পুলিশ এফআইআর রুজু করেছে। এখন প্রশ্ন হচ্ছে, কী অভিযোগ তুলেছেন শাহাজাহানের বাড়ির কেয়ারটেকার? সূত্রের খবর, এফআইআর কপিতে উল্লেখ আছে আগে থেকে না জানিয়েই শুক্রবার শেখ শাহাজাহানের বাড়িতে আসে ইডি। তারপর ওয়ারেন্ট ছাড়াই তালা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা।
তবে পুলিশ আরও দু'টি এফআইআর দায়ের করেছে ইডির অভিযোগের ভিত্তিতে। শুক্রবারের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে শেখ শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এছাড়াও ন্যাজাট থানার পুলিশ অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করে। যদিও শুক্রবারের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
অন্যদিকে, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও বসিরহাটের পুলিশ কমিশনার জোবি থমাসের কাছে শুক্রবারের ঘটনা নিয়ে ইমেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ইডি আধিকারিকরা কোর্ট ওয়ারেন্ট নিয়েই শেখ শাহাজাহানের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই আহত হন কয়েকজন অফিসার। মাথা ফাটিয়ে দেওয়া হয়। রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে গিয়ে ফিরে আসতে হয় ইডিকে।