শেষ আপডেট: 16th September 2024 00:10
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় এক ইউটিউবারের বাড়িতে তল্লাশি চালাল পুলিশ। ওই ইউটিউবারের নাম শুদ্ধশীল ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা শুদ্ধশীল। তাঁর বাড়ি থেকে একাধিক ইলেকট্রনিক সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।
অভিযুক্ত ইউটিউবার জানিয়েছেন, সুপ্রিম কোর্ট আরজি করের ঘটনা নিয়ে যে স্বতঃপ্রণোদিত মামলা করেছে, তা নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন তিনি। প্রধান বিচারপতিকে নিয়ে কোনও অবমাননাকর মন্তব্য করেননি। বরং ব্যক্তিগত কিছু মতামত রেখেছিলেন ওই ভিডিওয় ।
ভিডিও পোস্ট করার পরই শিলিগুড়ি থানা ওই ইউটিউবারকে নোটিস পাঠায়। যেখানে লেখা থাকে, তাঁকে থানায় হাজিরা দিতে হবে। ইউটিউবারের দাবি, তিনি শিলিগুড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
কিন্তু রবিবার তাঁর বাড়িতে কালনা থানার পুলিশ আসে। আর তল্লাশি করে চারটে ল্যাপটপ, চারটে মোবাইল, দুটো হার্ডডিস্ক, একটা মাইক্রোফোন-সহ একাধিক ইলেকট্রনিক সামগ্রী বাজেয়াপ্ত করে নিয়ে যায়। ইউটিউবারের অভিযোগ, তাঁর ব্যবহৃত ল্যাপটপ তো বটেই, আট বছরের ছেলের ল্যাপটপও নিয়ে গেছে পুলিশ।
'মুখ বন্ধ করতেই এই আচরণ করা হচ্ছে। আমি যদি কারও সম্পর্কে আপত্তিকর কিছু বলে থাকি, তবে সেই ব্যক্তিই মানহানির মামলা করবেন। কিন্তু পুলিশের এই অতিসক্রিয়তা কেন?' অভিযোগ শুদ্ধশীলের। তাঁর স্ত্রী মণিদীপা ঘোষের কথায়, 'পুলিশ মুখ বন্ধ করার জন্য মানসিক অত্যাচার চালাচ্ছে।'