মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 13th March 2025 20:42
দ্য ওয়াল ব্যুরো: নিউ দিঘার ভোগী ব্রহ্মপুরে রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠছে জগন্নাথ ধাম (Digha Jagannath Temple)। পুরীর মতো দিঘা জগন্নাথ ধামে পূণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ ফাঁড়ি (Police) তৈরির সিদ্ধান্ত নবান্নের (Nabanna )। সূত্রের খবর, বৃহস্পতিবারের মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্তের অনুমোদনও হয়ে গিয়েছে। শুধু তাই নয় এর জন্য শূন্যপদে নিয়োগের অনুমোদনও হয়ে গিয়েছে বলে খবর।
গত বছর ডিসেম্বরে মন্দিরের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে জানিয়েছিলেন, জেলা পরিষদের গেস্ট হাউসেই গড়ে উঠবে পুলিশ ফাঁড়ি।
২০ একর জমিতে এই জগন্নাথ মন্দির গড়ে উঠছে। আগামী ৩০ এপ্রিল মন্দির উদ্বোধন হবে। পুরীর মতো দিঘা জগন্নাথ ধামে পূণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে নজরদারি এবং যে কোনও পরিস্থিতিতে দুর্ঘটনা নিয়ন্ত্রণে পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছ রাজ্য।
হিডকোর তত্ত্বাবধানে বাস্তব রূপ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের মন্দির। পুরীর রথযাত্রার নিয়ম মেনে এই মন্দিরেও রথ বেরনোর আগে সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া হবে বলে জানানো হয়েছিল। দিঘা জগন্নাথ মন্দিরের সোনার ঝাঁটার জন্য মুখ্যমন্ত্রী নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা দেওয়ার কথাও জানিয়েছিলেন।
মুখ্যসচিবের নেতৃত্বে ইতিমধ্যেই ১৩ সদস্যের একটি ট্রাস্টি বোর্ড (অছি পরিষদ) তৈরি করেছেন মমতা। যেখানে রয়েছেন চারজন সনাতনী প্রতিনিধি, পুরীর মন্দিরের পাঁচ জন এবং চার জন স্থানীয় পুরোহিত।