শেষ আপডেট: 15th April 2025 17:22
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভোরবেলায় চায়ের দোকান থেকে অপহরণ করা হয়েছিল এক ব্যবসায়ীকে (Hooghly)। ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তারা। অভিযোগ পেয়েই সক্রিয় হয় পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশান দেখে অভিযুক্তকে গ্রেফতার করে শ্রীরামপুর থানা। অপহৃত বৃদ্ধ ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তারপরেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। অপহরণে অভিযুক্ত পুলিশেরই এক এএসআই (ASI Chandannagar Arrested for Kidnapping)। ওই পুলিশ কর্মীর নাম অশোক দাস।
পুলিশ সূত্রে জানা গেছে,বৈদ্যবাটি পদ্মাবতী কলোনির বাসিন্দা তারক ভৌমিক (৬৪)। তাঁর একটি চায়ের দোকান আছে পিয়ারাপুরে দিল্লি রোডের পাশে। সোমবার ভোরে সেই দোকান থেকে বৃদ্ধকে একটি গাড়ি করে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। তারপর বাড়িতে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
শ্রীরামপুর থানায় অভিযোগ করে বৃদ্ধের পরিবার। পুলিশ তদন্তে নামে। রাতে আবারও মুক্তিপণ চেয়ে ফোন আসে। সেই ফোনের লোকেশন দেখে শেওড়াফুলি স্টেশন থেকে অভিযুক্ত অপহরণকারী অশোক দাসকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে অশোক দাস চন্দননগর আদালতে এএসআই পদে কর্মরত। অভিযুক্তের বাড়ি শেওড়াফুলি রাজার বাগান এলাকা থেকে অপহৃত বৃদ্ধকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।
আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর,অপহৃত বৃদ্ধের ছেলে কিছুদিন আগে নারকোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয় মাদক মামলায়। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে।