শেষ আপডেট: 15th April 2025 19:55
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল মুর্শিদাবাদের (Murshidabad) কিছু এলাকায়। সরকারি সম্পত্তি নষ্টের পাশাপাশি হামলাকারীদের আক্রমণে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। উত্তেজনা থাকায় এখনও পুলিশ-বিএসএফ টহল চলছে।
পরিস্থিতির জন্য জেলা পুলিশকেই দুষলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)। একই সঙ্গে গোটা ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছেন সেলিম।
সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, "মুর্শিদাবাদের পুলিশ পলিটিক্যাল লাইনে চলেছে।" এরপরই বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে সেলিম বলেন, "যে বিজেপি বা তৃণমূলের নেতারা ঘৃণার কথা বলছে সেটা নিয়ে পুলিশ চুপ কেন? কেন মামলা করছে না? আমরা চাই সিটিং জজের নেতৃন্তে বিচারবিভাগীয় তদন্ত।"
ওয়াকফ সংশোধনী বিল ইস্যুতে গত কয়েকদিন ধরে হিংসার পরিবেশ তৈরি হয়েছিল মুর্শিদাবাদের কিছু এলাকায়। সোমবার ওই একই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ও। সেলিম জানান, ওয়াকফ ইস্যুতে সিপিএম সুপ্রিমকোর্টে লড়বে। এদিন আইনজীবীর মাধ্যমে তিনি নিজে শীর্ষ আদালতে মামলা করেছেন।
এরপরই মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় তৃণমূল, বিজেপি এবং পুলিশকে একই বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক। তাঁর কথায়, "আমি নিজে মুর্শিদাবাদে গিয়েছিলাম। পুলিশের বিরুদ্ধে হিন্দু মুসলিম নির্বিশেষে অভিযোগ করেছে। গ্রামবাসীরা হিংসা আটকানোর চেষ্টা করেছিল। অথচ পুলিশ এখনও তাদের বয়ান নেয়নি। এর থেকেই স্পষ্ট, ঘটনায় প্রশাসনের ভূমিকা আছে। রাম নবমীতে আগে পুলিশ আধ ঘন্টা সময় দিয়েছিল। এবার সাড়ে ৩ ঘণ্টা সময় দিয়েছে। মিছিলের মধ্যে উত্তেজনা তৈরি করা হয়েছে।"
সেলিমের আরও অভিযোগ, ধর্মের নামে মানুষে মানুষে বিভাজন তৈরি করে জনগণকে তাঁদের নিজেদের অধিকার, দাবির দিক থেকে সরিয়ে দিতে চাইছে বিজেপি, তৃণমূল। এর বিরুদ্ধে রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।