শেষ আপডেট: 26th October 2024 20:18
দ্য ওয়াল ব্যুরো: মাত্র কয়েক দিন আগেই মুর্শিদাবাদের সালারে বোমাবাজির ঘটনা ঘটেছিল। এবার সেখানেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার হল বোমা! অন্তত ১০টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
শুক্রবার রাতে সালারের কান্দরা এলাকা থেকে এই বোমা উদ্ধার হয়েছে। দাবি করা হয়েছে, যার বাড়িতে এগুলি রাখা ছিল সে ভরতপুর ২ ব্লকের মালিহাটি-কান্দরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য। বোমার সঙ্গে কয়েক রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে। এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। শনিবারই সেগুলি সব নিষ্ক্রিয় করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, যার বাড়ি থেকে এই বোমা আর গুলি উদ্ধার হয়েছে তার নাম স্যামপুল শেখ। দুর্গাপুজোর পর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই নিয়ে সন্দেহ বাড়ছিল স্থানীয় বাসিন্দাদের। তাঁর বাড়িতে অস্ত্র রাখা থাকতে পারে মনে করে পুলিশকে খবর দেওয়া হয়। তাঁরা এসে তল্লাশি শুরু করলেই ১০টি বোমা উদ্ধার হয়। দুর্গাপুজোর সময় সালারের কান্দরা অঞ্চলেই শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজির ঘটনা ঘটেছিল।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সালারে এমন ঘটনা নতুন কিছু নয়। হামেশাই কোনও দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হলে কারও না কারও বাড়িতে বোমা মজুত রাখা হয়। এদিকে পুলিশ বলছে, এলাকায় অশান্তি ছড়ানোর উদ্দেশে এই ধরনের কাজ করা হয়। তাঁরা বিষয়টির ওপর নজর রাখছেন। বোমাগুলি বম্ব স্কোয়াড এসে নিষ্ক্রিয় করায় আপাতত কোনও বিপদের সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।
এর আগে সালারে যে বোমাবাজির ঘটনা ঘটে তাতে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। মৃত তৃণমূল কর্মী ব্লক তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামী। অন্যদিকে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা বিধায়ক হুমায়ুন কবীর গোষ্ঠী হিসেবে পরিচিত।