শেষ আপডেট: 1st January 2023 13:45
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না টুইটার মালিক ইলন মাস্কের (Elon Mask)। সংবাদমাধ্যম সূত্রের খরব, টুইটারের (Twitter) সান ফ্রান্সিসকোর অফিসের ভাড়াই মেটাননি ধনকুবের! এই মর্মেই পুলিশের কাছে অভিযোগ দায়ের হল।
কী অভিযোগ?
জানা গেছে, সান ফ্রান্সিসকোর যে অফিস ভাড়া নেওয়া হয় টুইটারের জন্য সেখানকার মালিক কলম্বিয়া রেটের অভিযোগ, ভাড়া মেটাচ্ছে না টুইটার। গত ১৬ ডিসেম্বর বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য নোটিসও পাঠানো হয়। আগামী ৫ দিনের মধ্যে ভাড়া মিটিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও সেই বকেয়া পাননি বলে অভিযোগ কলম্বিয়ার।
আদালতেও এই একই অভিযোগে মামলা রুজু হয়। পাশাপাশি পুলিশের কাছে টুইটারের নামে ভাড়ার টাকা না দেওয়ার অভিযোগে ডায়েরি করেন কলম্বিয়া। শুধু কি সান ফ্রান্সিসকোর অফিসের ভাড়া বকেয়া রয়েছে? একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, বিশ্বব্যাপী আরও অনেক অফিসের ভাড়াও বাকি রয়েছে।
শুধু অফিসের ভাড়া নয়, দুটি চার্টার্ড প্লেন ব্যবহার করেও ভাড়া না মেটানোর অভিযোগ রয়েছে টুইটারের বিরুদ্ধে। বারবার এমন অভিযোগ কেন উঠছে এই মাইক্রো ব্লগিং সাইটটার বিরুদ্ধে? সংবাদমাধ্যম সূত্রে খবর, বিপুল অর্থের বিনিময়ে টুইটার কেনার পর ইলনের তহবিলে টান পড়েছে, তাই একাধিক ক্ষেত্রে টাকা বাকি থেকে যাচ্ছে। তবে পুলিশি অভিযোগ নিয়ে মুখ খোলেনি টুইটার কর্তৃপক্ষ।