শেষ আপডেট: 30th January 2025 12:24
দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতা পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে গেল বিজেপি। মামলা করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
বৃহস্পতিবার বিকেল ৪টেয় মামলার শুনানি হওয়ার কথা। বিচারপতি সভার অনুমতি দেন কিনা সেদিকে তাকিয়ে পদ্ম শিবির।
আগামী শুক্রবার নিউ মার্কেট থানার উল্টো দিকে হগ স্ট্রিটে শ পাঁচেক সমর্থক নিয়ে সভা করতে চায় বিজেপি। অভিযোগ, নিয়ম মেনে পুলিশের কাছে আবেদন জানানো সত্ত্বেও অনুমতি দিচ্ছে না।
মামলাকারীর অভিযোগ, ওই একই জায়গায় গত বুধবার এবং আজ বৃহস্পতিবার দু'টি সংগঠনের সভা হচ্ছে। অথচ বিজেপির ক্ষেত্রে আপত্তি করছে পুলিশ। মামলাকারীর বক্তব্য, "এই প্রথম নয়, এর আগেও বিজেপির প্রতিটি সভাতেই বাধা সৃষ্টি করেছে পুলিশ। বেছে বেছে পদ্ম শিবিরকেই টার্গেট করা হয়।"
এ বিষয়ে পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সভায় উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।