শেষ আপডেট: 23rd March 2023 11:58
দ্য ওয়াল ব্যুরো: ওষুধ দোকানের মালিকের (medical store owner) হাতে অস্ত্রোপচারের (surgery) পরই মৃত্যু হল যোগীরাজ্যের এক যুবকের (patient)। ঘটনার পরই অভিযুক্ত ওই দোকান মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বালিয়া জেলার খেজুরি গ্রামে।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই হাইড্রোসিলে ভুগছিলেন মুন্না গুপ্তা নামে ওই গ্রামেরই এক বাসিন্দা। এ কথা তিনি জানান এলাকার এক ওষুধ দোকানের মালিক এ রহমানকে। অভিযোগ, এরপরই তিনি অপারেশন করে দেওয়ার কথা বলেন। এতে রাজি হন মুন্নাও। অবশেষে গত বুধবার ওই রোগীর হাইড্রোসিল অস্ত্রোপচার করেন রহমান।
কিন্তু এরপর থেকেই ধীরে ধীরে মুন্নার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অবশেষে সেদিন সন্ধেতেই মারা যান তিনি। ঘটনার কথা স্বীকার করেছেন খেজুরি থানার উচ্চপদস্থ পুলিশ অফিসার বিন্দেশ্বরী পাণ্ডে। সেদিনই মৃতের ছেলে রহমানের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে ওই ওষুধ দোকানের মালিককে গ্রেফতার করে পুলিশ। শুরু হয়েছে তদন্তও। এদিকে, মৃতের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কেন তিনি ওই ব্যক্তির হাইড্রোসিল অস্ত্রোপচার করলেন তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং ওই ব্যক্তিও কেন সেই ওষুধ দোকান মালিকের কাছে অপারেশন করাতে গেলেন, তাও জানার চেষ্টা করছে পুলিশ।
বেঙ্গালুরুতে স্ত্রীকে কুপিয়ে মারল কলকাতার দর্জি, খুনের চেষ্টা ছেলেকেও