শেষ আপডেট: 7th March 2025 14:53
দ্য ওয়াল ব্যুরো: দাবি মতো 'তোলা' না দেওয়ায় এক লরি চালককে ক্যাম্পে ঢুকিয়ে মারধরের অভিযোগ উঠেছিল তিনজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে (Civic volunteer accused of beating lorry driver)।
মালদহের (Maldah)হরিশ্চন্দ্রপুরের মারাডানগি এলাকার ওই ঘটনায় শোরগোল তৈরি হতেই অভিযুক্ত তিন সিভিক ভলান্টিয়ারকে শো-কজ করে ক্লোজে পাঠাল জেলা পুলিশ।
রুহুল আলি নামে ওই লরি চালকের অভিযোগ, উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডানগি এলাকায় আসছিলেন তাঁরা। হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলা বাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলেন্টিয়াররা।
রহুল বলেন, "ওরা হাজার টাকা চেয়েছিল। আমি বলি, ৫০০ টাকা নিন। এতেই ক্ষেপে গিয়ে লরি থেকে নামতে বলে। এরপরই কলার ধরে ক্যাম্পে ঢুকিয়ে মারধর করে।" তিনজন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই লরি চালক।
ইতিমধ্যে ভাইরাল ভিডিও (যার সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি)। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, ক্যাম্পের মধ্যে ঢুকিয়ে ওই লরি চালককে বেধড়ক মারধর করছেন একজন সিভিক ভলান্টিয়ার। তার সঙ্গে রয়েছেন আরও দুই সিভিক ভলান্টিয়ার।
গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এরপরই অভিযুক্ত তিন সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করল জেলা পুলিশ। পুলিশ সূত্রের খবর, অভিযোগ প্রমাণিত করা হলে তাঁদের বিরুদ্ধে বড় পদক্ষেপ করা হতে পারে।