শেষ আপডেট: 24th March 2025 20:45
দ্য ওয়াল ব্যুরো: ফ্ল্যাটের দরজা ভেঙে এক পড়ুয়ার পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনার জেরে শোরগোল ছড়িয়েছে শিলিগুড়ি (Siliguri) শহরে।
খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই পড়ুয়া আত্মঘাতী হয়েছেন। তবে ঠিক কী কারণে আত্মঘাতী তা স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, মৃত পড়ুয়ার নাম বিশাল সরকার। হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন একটি বেসরকারি কলেজের পড়ুয়া। সোমবার বাঘাযতীন পার্ক সংলগ্ন কলেজ পাড়ায় একটি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে শিলিগুড়ি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত কয়েক বছর ধরে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতো বিশাল। শুক্রবার বন্ধুদের সঙ্গে শেষবার কথা হয়েছিল তার। এরপর থেকে কারো সাথে যোগাযোগ করেনি বিশাল।সোমবার ফ্ল্যাট থেকে পচা গন্ধ পান বাসিন্দারা।এরপরে খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। কীভাবে মৃত্যু, তা অবশ্য স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।