শেষ আপডেট: 3rd November 2024 20:16
দ্য ওয়াল ব্যুরো: ভাইফোঁটার জন্য বাপের বাড়ি যাচ্ছিলেন প্রৌঢ়া। অভিযোগ, তখনই রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করে দুই যুবক। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মেমারিতে। জানা যাচ্ছে, প্রৌঢ়াকে রাস্তা থেকে তুলে আলাঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই দুই যুবক। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত দু’জনকে সোমবার আদালতে হাজির করানো হবে। তবে রবিবার ওই প্রৌঢ়ার মেডিক্যাল পরীক্ষা করানো হয়। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে। বৃহস্পতিবার সাত বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে পরিবারের এক সদস্যের বিরুদ্ধে। মধ্যবয়সী ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় আলিপুরদুয়ারের ফালাকাটায় পাঁচ বছরের এক শিশুকে জিলিপির লোভ দেখিয়ে ডেকে নিয়ে যান এক প্রতিবেশী। তার পর তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে।
শনিবার দুপুরে আলিপুরদুয়ারেরই কুমারগ্রামে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ সামনে আসে। সেখানেও অভিযুক্ত নির্যাতিতার আত্মীয়। নদী থেকে শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার ঘটনায় তোলপাড় হয় গোটা গ্রাম।
আলিপুরদুয়ার, ডোমকলের পর রবিবার গাইঘাটায় টিউশন পড়তে যাওয়া দশম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। লজ্জায় অপমানে নির্যাতিতা আত্মহত্যার চেষ্টা করে বলে দাবি পরিবারের। শনিবার রাতে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।
আর এবার ভাইফোঁটার দিন প্রৌঢ়াকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল।