শেষ আপডেট: 29th October 2024 11:27
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোতে ডাকাতি করার পরিকল্পনা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ১০ জনকে গ্রেফতার করল দুর্গাপুর পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে জানা গেছে তারা কালীপুজোর রাতে বিভিন্ন বহুতল, আবাসন ও বাড়িতে লোক না থাকার সুযোগ নিয়ে ডাকাতি করার পরিকল্পনা করেছিল।
রোববার রাতে দুর্গাপুর থানার পুলিশ সবুজ নগর লাগোয়া জঙ্গলে অভিযান চালায়। সেখানেই ওই ১০ জনকে পাকড়াও করে তারা। সেই সময় ধৃতদের সঙ্গেই ছিল ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম।
আজ অর্থাৎ মঙ্গলবার ১০ জনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতরা প্রত্যেকেই বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের সঙ্গে থাকা লোহার রড, দড়ি, চেন, দরজা ভাঙার শাবল, ভোজালি, তালা কাটার যন্ত্র-সহ তিনটি মোটর সাইকেল বাজেয়াপ্ত করেছে পুলিশ।