শেষ আপডেট: 15th April 2025 14:24
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে বাবা-ছেলেকে খুনের ঘটনায় দু'জনকে গ্রেফতার (Arrest) করল পুলিশ। এই খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে জানিয়েছে পুলিশ (Police)। বাকিদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার (Supratim Sarkar)।
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবার অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। সেখানকার সামশেরগঞ্জে বাড়ি থেকে বাবা-ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায় কালু ও দিলাবর নাদাব নামে দুই ভাইকে গ্রেফতার করল পুলিশ।
মঙ্গলবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, "হরগোবিন্দ দাস ও চন্দন দাস, যাঁরা সম্পর্কে বাবা-ছেলে তাঁদের খুন করা হয়েছিল। এই মামলার তদন্তে আমরা বিশেষ তদন্তকারী দল তৈরি করি। গত দু'দিনে এলাকা থেকে বিস্তারিত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। সেই ফুটেজ খতিয়ে দেখি। এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে চিহ্নিত করতে সক্ষম হই।"
তিনি আরও বলেন, "যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল, তাদেরও চিহ্নিত করি। সোমবার অভিযান চালিয়ে দু'জন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি। যারা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত ছিল। ঘটনায় একজনকে বীরভূম ও অন্যজনকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করেছি।"
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সামশেরগঞ্জে দুষ্কৃতীর দল মৃতদের বাড়িতে হানা দেয়। লুটপাটের উদ্দেশ্যে বাড়িতে ভাঙচুর চালাতে থাকে তারা। সেই সময় বাবা-ছেলে বাধা দিতে গেলে, তাঁদের কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। দেহ দু'টি ফরাক্কা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের দেহে একাধিক আঘাতের চিহ্ন মেলে। পরিবারে তরফে অভিযোগ করা হয়, বারবার পুলিশকে ফোন করলেও কাউকে সাহায্যের জন্য ফোনে পাওয়া যায়নি।