শমীক ভট্টাচার্য।
শেষ আপডেট: 14th May 2024 20:47
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালি ইস্যুতে পাল্টা আন্দোলনে নামার ইঙ্গিত দিল বিজেপি। মঙ্গলবার এ ব্যাপারে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য এবং বিজেপির রাজ্যসভার সাংসদ ফাল্গুনি পাত্র।
তাঁদের অভিযোগ, সন্দেশখালির নারী নির্যাতনের আসল ঘটনা ধামাচাপা দিতে একদিকে নকল ভিডিও তৈরি করে তৃণমূল মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে অন্যদিকে রাতের অন্ধকারে পুলিশ দিয়ে আন্দোলনকারীদের মিথ্যে কেসে গ্রেফতার করছে। এর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন শমীক।
বিজেপি মুখপাত্রর অভিযোগ, "তৃণমূলের স্থানীয় নেতারা আন্দোলনের কাছে আত্মসমর্পণ করায় পুলিশকে দিয়ে ফের আন্দোলনকারীদের ওপর অত্যাচার নামিয়ে আনা হচ্ছে। যাঁরা আন্দোলন করেছিলেন তাঁদের মধ্যে ৬১ জনের নামে মিথ্যে মামলা করেছে। সুদেব দে নামে এক আন্দোলনকারীকে একটু আগে গ্রেফতার করেছে পুলিশ। সে স্নান করতে গিয়েছিল, সেখান থেকে ধরেছে পুলিশ। বাংলায় প্রশাসন বলে কিছু নেই, যেটা আছে সেটা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী রাজ।"
শমীকের দাবি, "এই কারণেই সন্দেশখালির মহিলারা ফের রাত জেগে এলাকা পাহারা দেওয়া শুরু করেছেন। সন্দেশখালির অত্যাচার নিয়ে কমিশনের কাছে যাব আমরা।"এ ব্য়াপারে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
গত ৫ জানুয়ারি সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডির আধিকারিকরা। ওই ঘটনার এক মাস পর শাহজাহান বাহিনীর বিরুদ্ধেই নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগে উত্তাল হয়ে ওঠে সন্দেশখালি। যদিও গত ৪ মে সন্দেশখালির স্টিং অপারেশনের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিও-র সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।
ওই ভিডিও সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে, 'সন্দেশখালিতে কোনও ধর্ষণের ঘটনা ঘটেইনি। পুরোটাই সাজানো ঘটনা। ২০০০ টাকার বিনিময়ে রেখা পাত্র অভিযোগ দায়ের করেছেন।' এরপর আরও একাধিক ভিডিও ভাইরাল হয়েছে।
এরপরই বিজেপির বিরুদ্ধে সাজানো নাটকের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। বিজেপির রাজ্যসভার সাংসদ ফাল্গুনি পাত্রর অভিযোগ, "আগে সন্দেশখালিতে শাহজাহানের বাহিনী বলাৎকার করেছে, এখন রাজ্য সরকার পুলিশ নামিয়ে করছে।"
শমীকের প্রশ্ন, "সবটাই যদি সাজানো হবে, তাহলে শাহজাহান ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে পুলিশ কেন ধর্ষণের অভিযোগ দায়ের করল?" শমীকের আরও অভিযোগ, "সাগরিকা দত্ত-সহ আন্দোলনকারীদের ওপর চাপ সৃষ্টি করে ক্যামেরার সামনে মিথ্যে বয়ান দিতে বাধ্য করছে তৃণমূল ও পুলিশ।"
যদিও শাসকদলের বক্তব্য, স্টিং অপারেশন থেকেই স্পষ্ট, সবটা বিজেপির সাজানো নাটক।