Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বেনজির: সুইস ব্যাঙ্কে গত বছরে বাংলাদেশিদের জমার অঙ্ক ৩৩ গুণ বেড়েছে, কারা রাখল এত টাকাবৃষ্টির ইনিংস জারি থাকবে রাজ্যে, আগামী ক'দিন ভিজবে এই জেলাগুলিস্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতে
SSC Recruitment Scam

SSC: সাইরেন বাজিয়ে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ! রণক্ষেত্র বিকাশভবন

 বৃহস্পতিবার রাত ৮টার পরে রীতিমতো সাইরেন বাজিয়ে পুলিশের তরফে এই লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে সল্টলেকের বিকাশ ভবন চত্বরে।

SSC: সাইরেন বাজিয়ে চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ! রণক্ষেত্র বিকাশভবন

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 16 May 2025 08:36

দ্য ওয়াল ব্যুরো: বিকাশ ভবনের সামনে থেকে লাঠিচার্জ করে চাকরিহারা যোগ্য শিক্ষকদের (SSC unemployed teachers) হঠিয়ে দেওয়ার অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাত ৮টার পরে রীতিমতো সাইরেন বাজিয়ে পুলিশের তরফে এই লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে সল্টলেকের বিকাশ ভবন চত্বরে।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেম, আচমকা পুলিশি অভিযানে চাকরিহারা যোগ্য শিক্ষকরা পিছু হটলেও পরে আন্দোলরত চিকিৎসকরাও পাল্টা প্রতিরোধের চেষ্টা করেন। সবমিলিয়ে ঘটনাস্থলে রণক্ষেত্রর পরিস্থিতি। ঘটনায় দু'পক্ষের একাধিকজন জখম হয়েছেন বলে খবর। 

যোগ্য চাকরিহারা শিক্ষকদের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে বিকাশ ভবনের সামনে অবস্থান করছিলেন। তাঁরা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী ঘটনাস্থলে এসে তাঁদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেবেন। তা না করে রাত ৮টা নাগাদ আচমকা সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, কোনও কথা না বলেই পুলিশের তরফে আচমকা লাঠিচার্জ করা হয়। তাতে একাধিক চাকরিহারা যোগ্য শিক্ষক গুরুতর জখম হয়েছেন বলে খবর।

চাকরিহারা শিক্ষকদের অভিযোগ, এদিন দুপুরে প্রথমে তৃণমূল নেতা সব্যসাচী দত্তর নেতৃত্বে তাঁর অনুগামীরা আন্দোলনকারীদের এক দফা মারধর করে যায়। প্রহৃত হন একাধিক সাংবাদিকও। সে সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও কোনও পদক্ষেপ করেনি। উল্টে রাতে পুলিশই যোগ্য শিক্ষকদের ওপর হামলা চালাল বলে অভিযোগ।

যদিও চাকরিহারাদের এই অভিযোগ সম্পর্কে রাত সাড়ে আটটা পর্যন্ত পুলিশের কোনও কর্তার প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে পুলিশের একটি সূত্রের খবর, আন্দোলনকারীদের ঘেরাও অভিযানের জেরে সরকারি কর্মচারীদের পাশাপাশি বিকাশ ভবনে এদিন বেলা থেকে আটকে পড়েন বহু সাধারণ মানুষ। তাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েন বলেও পুলিশের দাবি। কিন্তু আন্দোলনকারীরা তাঁদের বেরোতে দিচ্ছিলেন না।

পুলিশ সূত্রের দাবি, বিকাশ ভবনে আটকে থাকা কর্মী ও সাধারণ মানুষকে উদ্ধার করতে তাঁরা এসেছিলেন। তখন চাকরিহারারাই প্রথমে পুলিশের ওপর হামলা করে। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীদের দিক থেকে ইট ছোড়া হয়। তাতে কয়েকজন পুলিশ কর্মী জখমও হন।পুলিশের দাবি, সেই হামলার প্রতিরোধ করা হয়েছে মাত্র।

হকের চাকরি ফিরিয়ে দিতে হবে। এই দাবিতে বৃহস্পতিবার বেলা থেকে বিকাশ ভবনে বড় ধরনের বিক্ষোভ জমায়েত করে চাকরিহারা যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ। তাঁদের অভিযোগ, অযোগ্যদের বাঁচাতে চাইছে রাজ্য। 

এরপরই যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে আন্দোলন তীব্রতর করার হুঁশিয়ারি দেন তাঁরা। দেড় ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তাঁরা। 

পরে বিকেলে সাংবাদিক বৈঠক থেকে চাকরিহারারা স্পষ্ট করে দেন, তাঁরা দ্বিতীয়বার কোনও চাকরির পরীক্ষায় বসবেন না। তাঁদের কথায়, "নতুন করে আমরা কোনও পরীক্ষা দেব না, দিতে হলে আগে মুখ্যমন্ত্রী-সহ সব জন প্রতিনিধিকে নতুন করে ভোটে জিতে আসতে হবে। কারণ, আমাদের ভোটে জিতেই তো ওনারা জন প্রতিনিধি হয়েছেন। তাহলে আমাদের নতুন করে যোগ্যতা প্রমাণ করতে হলে, তার আগে ওদেরও নিজেদের যোগ্যতার পরিচয় দিতে হবে।" 

এই দাবিতে বিকাশভবনের সব গেট আটকে অবস্থানে বসেছিলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। রাত ৮টা নাগাদ সেখানেই পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। অভিযোগ, শুধু লাঠিপেটা নয়, পুলিশ জুতো পেটাও করেছে, এমনকী লাথিও মেরেছে। পুলিশের হামলায় এক শিক্ষকের পা ভেঙে গিয়েছে বলেও খবর।

রাত ৮টা ৫০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিকাশ ভবন চত্বরে তুমুল উত্তেজনা, রীতিমতো রণক্ষেত্রর পরিস্থিতি। পুলিশের সঙ্গে নতুন করে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাঁদের বক্তব্য, "আমরাও পারতাম পুলিশের লাঠি কেড়ে পুলিশকে মারতে। কিন্তু আমরা সেটা করিনি। প্রয়োজনে গুলি খেতেও রাজি, কিন্তু হকের চাকরি এভাবে কেড়ে নিতে দেব না।" 


ভিডিও স্টোরি