শেষ আপডেট: 24th December 2023 15:21
দ্য ওয়াল ব্যুরো: সমুদ্রের ধারে সাহিত্যের আসর। 'দ্য কাফে টেবল' এবং 'তাহান--- টেলস অফ বেঙ্গল'-এর উদ্যোগে আয়োজিত হয়েছিল এই বিষয়ভিত্তিক সাহিত্য উৎসব-সমুদ্রপর্ব।
আগেরবার বিষয় ছিল পাহাড়। আর এই বছর হল সমুদ্রকে কেন্দ্র করে আবর্তিত গল্পের প্রতিযোগিতা। ভৌতিক, অলৌকিক, অতিপ্রাকৃতিক, গোয়েন্দা, রহস্য ও পরকীয়া প্রেম- একেকটা গল্প পল্লবিত হয়েছে একেকটা আঙ্গিকে। ‘সমুদ্রে শিহরন’ প্রতিযোগিতার জন্য গল্প আহ্বান করা হলে দ্য কাফে টেবল প্রকাশনার দফতরে জমা পড়েছিল একাধিক নামী এবং আনকোরা লেখকের গল্প। তার মধ্যে থেকে পনেরোজন লেখকের গল্প বেছে নেওয়া হয়েছিল। যে গল্পগুলি নিয়ে আগামী বইমেলায় দ্য কাফে টেবল প্রকাশনা পাঠকের হাতে তুলে দেবে ‘সমুদ্রে শিহরন’ গ্রন্থটি।
মন্দারমণির সমুদ্রে সৈকতে প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জন লেখক ও তাঁদের গল্প নিয়ে অনুষ্ঠিত হয়েছিল বিষয়ভিত্তিক সাহিত্য উৎসবের। ১৭ ও ১৮ ডিসেম্বর, এই সাহিত্য উৎসবের প্রধান অতিথির স্থান অলংকৃত করেছিলেন সাহিত্যিক শ্রী ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, নন্দিতা বাগচী, সৈকত মুখোপাধ্যায়, সুপ্রিয় চৌধুরী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল সংগীতশিল্পী আকাশ ফকির ও অভিনেতা বাদশা মৈত্র। উপস্থিত ছিলেন দ্য কাফে টেবল প্রকাশনার কর্ণধার শ্রী অভিষেক আইচ ও তাহান--- টেলস অফ বেঙ্গল-এর কর্ণধার শ্রী চয়ন মজুমদার।
১৮ ডিসেম্বর মূল অনুষ্ঠানের প্রথমদিনের অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান এবং বিশেষ অতিথিরা মনোনীত লেখকদের উত্তরীয় ও স্মারক সম্মান প্রদান করেন। লেখকেরা পাঠ করেন 'সমদ্রে শিহরন'-এ মনোনীত গল্পগুলির সারাংশ। এরপরে 'সমুদ্রে-শিহরন' গ্রন্থের প্রচ্ছদ উন্মোচন করেন সাহিত্যিক শ্রী ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে সাহিত্য বিষয়ক মনোজ্ঞ আলোচনায় পাঠকদের সমৃদ্ধ করেন প্রধান ও বিশেষ অতিথিরা। সাহিত্য-আড্ডা-গান-কবিতা মিলেমিশে কেটে গেল উৎসবমুখর দুটো দিন।