শেষ আপডেট: 28th April 2022 14:03
দ্য ওয়াল ব্যুরো: চমকের পর চমক। সপ্তর্ষি প্রকাশনের ‘গভীর নির্জন পথের গদ্যপদ্যপ্রবন্ধ’ রাজ্যব্যাপী উদ্যাপিত কবিতা উৎসবের সমাপ্তি অনুষ্ঠান সম্পর্কে এককথায় এটাই বলা চলে। কোভিড পরবর্তী সময়ে সারা রাজ্যজুড়ে প্রায় এক বছর ধরে চলেছে ১৪টি কবিতা উৎসব (Poetry Festival), যোগ দিয়েছেন রাজ্যের নানা প্রান্তের নবীন প্রবীণ কবিরা। এবার সমাপ্তি। আর সেই সমাপ্তি অনুষ্ঠানের সূচী প্রায় চমকে দেওয়ার মতো। তিন দিন ব্যাপী কবিতার এই মহাযজ্ঞ শুরু হবে আগামীকাল, ২৯ এপ্রিল। চলবে পয়লা মে পর্যন্ত। কলকাতার রোটারি সদনে প্রথম দু’দিন উৎসব শুরু হবে সন্ধে ৬টায়। শেষদিন বিকেল সাড়ে পাঁচটায়।
সর্বভারতীয় এই কবিতা উৎসবের উদ্বোধন করবেন প্রখ্যাত মালয়ালাম কবি কে. সচিদ্দানন্দন। 'গদ্য পদ্য প্রবন্ধ' কবিতা উৎসব নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত এই কবি বলেন, "সময়ের সবচেয়ে বিশ্বস্ত আর সুন্দর প্রকাশ হল কবিতা। একইসঙ্গে কবিতা ক্ষণকাল আর চিরকালকে ছোঁয়ার চেষ্টা করে। এই অন্ধকার সময় যে একাকীত্ব আমাদের ওপর চাপিয়ে দিয়েছে, এই উৎসব তার বিরুদ্ধে এক প্রতিষেধকের কাজ করবে বলেই আমার বিশ্বাস"।
কে. সচিদ্দানন্দন ছাড়াও উৎসবে অংশ নেবেন বিভিন্ন ভারতীয় ভাষার উল্লেখযোগ্য কবিরা। এঁদের মধ্যে আছেন এইচ.এস শিবপ্রকাশ, মামাং দাই, অশ্বিনীকুমার, সংযুক্তা দাশগুপ্ত, তুষার ধবল, কেদার মিশ্র, দুর্গাপ্রসাদ পাণ্ডা, সনেট মণ্ডল, সর্বজিৎ গার্চা প্রমুখ। উৎসবে যোগ দিতে সুদূর মুম্বই থেকে উড়ে আসছেন টাটা ইন্সটিটিউট অফ সোস্যাল সায়েন্সের অধ্যাপক, তথা বিখ্যাত কবি অশ্বিনীকুমার। কলকাতার বুকে এমন একটি সর্বভারতীয় কবিতা উৎসবের আয়োজন নিয়ে তিনি স্পষ্টতই উচ্ছ্বসিত। বললেন: "বাংলা কবিতার দিকে আমরা তাকিয়ে থাকি। ভালো লাগছে এই উৎসবের অংশ হতে পেরে। বাঙালি শ্রোতা, কবি ও অন্যান্য ভাষার কবিবন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার জন্য উন্মুখ হয়ে আছি।"
উচ্ছ্বাস ধরা পড়ল ইংরেজি ভাষার তরুণ কবি সনেট মণ্ডলের কণ্ঠেও। কবিতার এই মহামিলন প্রসঙ্গে অত্যন্ত আশাবাদী শোনাল তাঁকে, বললেন- "কবিরা হলেন আমাদের বিবেকের রক্ষক, আমাদের অন্দরে লুকিয়ে থাকে যে প্রতিবাদী সত্তা, তার পৃষ্ঠপোষক। এই বহুভাষিক কবিতা উৎসবও আশা করব এমন একটি পরিসর তৈরি করবে যেখানে কবিদের নিজেদের মধ্যে সংলাপ রচিত হবে এবং তা আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করবে"
এই রাজ্য ও ভারতের নানা প্রান্তের দেড়শো জন কবি ও শিল্পী অংশ নেবেন 'গদ্য পদ্য প্রবন্ধ' কবিতা উৎসবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবীণ কবি কালীকৃষ্ণ গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রণজিৎ দাশ ও অন্তরা দেব সেন। তিন দিন ব্যাপী এই কবিতা উৎসবের প্রথম দিন। অর্থাৎ ২৯ এপ্রিলের অনুষ্ঠানে আবৃত্তি করবেন দেবশংকর হালদার ও বিজয়লক্ষ্মী বর্মণ। ৩০ এপ্রিল অতিমারি ও কবিতা বিষয়ে বক্তব্য রাখবেন অন্তরা দেবসেন। ‘সভার মতে, আবৃত্তি কবিতার শত্রু’ শীর্ষক একটি বিতর্কসভারও আয়োজন করা হয়েছে সেদিন। আলোচনায় অংশ নেবেন রত্না মিত্র, সুমন্ত্র সেনগুপ্ত, প্রবালকুমার বসু ও চৈতালী চট্টোপাধ্যায়। সংযোজনায় থাকবেন নন্দিনী লাহা সোম।
১ মে শেষদিনের বিশেষ আকর্ষণ কবি ও অভিনেত্রী দীপ্তি নাভালের কবিতা পাঠ। উৎসব উপলক্ষে সপ্তর্ষি প্রকাশনের পক্ষ থেকে দু’টি বইও প্রকাশিত হবে। একটি বিভিন্ন ভারতীয় ভাষার ১৫ জন কবি কবিতার সংকলন, “ভারতবর্ষের কবিতা”। কবিতাগুলির ভাষান্তর অংশুমান করের। অন্যটি দীপ্তি নাভালের কবিতার মানবেন্দ্রনাথ সাহা কৃত বাংলা ভাষান্তর, “লমহা লমহা”।
উৎসবের সাফল্য বিষয়ে আশাবাদী সম্পাদক অংশুমান কর এবং প্রকাশক সৌরভ মুখোপাধ্যায়। বাংলার সমস্ত তরুণ কবিদের এই মহামিলনে সামিল হতে আহ্বান জানিয়েছেন তাঁরা। কবিতা উৎসবের মূল সহযোগী সাহিত্য অকাদেমি। এছাড়াও বিভিন্নভাবে অনুষ্ঠানটির সহযোগী হিসেবে থাকছে রোটারি ক্লাব, কলকাতা, টেকনো ইন্ডিয়া গ্রুপ, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, সুনীল আকাশ আত্মপ্রকাশ ফাউন্ডেশন, ঘনাদা ক্লাব ও দ্য ওয়াল।